ভারতীয় দলের কোচ হিসাবে আগামীকাল থেকে দায়িত্বে খালিদ! দল থেকে বাদ সুনীল ছেত্রী, সুযোগ পেলেন একাধিক নতুন প্রতিভা
এবারের শিবিরের প্রাথমিক তালিকায় কিছু চমক রয়েছে। যেমন—ভারতীয় সেনাবাহিনীর খেলোয়াড় সুনীল বেঞ্চামিনের ডাক পাওয়া, যা বহু বছর পর ঘটল ভারতীয় ফুটবলে। বহুদিন পর ভারতীয় দলে চোট সারিয়ে ফিরেছেন আকাশ মিশ্র। তিনকাঠির নিচে আবারও ফিরেছেন গুরপ্রীত সিং সান্ধু, যিনি কিছুদিন আগে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তবে এই তালিকায় নেই অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীর নাম।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১৫:ভারতীয় ফুটবল(Indian football team) দলের নতুন নিযুক্ত হয়েছেন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। সদ্য নিযুক্ত প্রধান কোচ খালিদ জামিল তাঁর ভারতীয় দলের দায়িত্ব শুরু করেছেন ১৬ আগস্ট থেকে, যা চলবে ২৫ আগস্ট পর্যন্ত বেঙ্গালুরুর ড্রাভিড-পাডুকোন সেন্টার ফর স্পোর্টস এক্সেলেন্সে। দীর্ঘ ১৩ বছর পর কোনও ভারতীয় কোচ জাতীয় সিনিয়র দলের দায়িত্ব পেয়েছেন, ফলে ভারতীয় ফুটবল মহলে উত্তেজনা তুঙ্গে।
বেঙ্গালুরুতে শুরু হওয়া আবাসিক শিবিরের শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে জামিল। ১৩ জন ফুটবলার এখনও যোগ দিতে পারেননি দলে, কারণ তাঁরা ডুরান্ড কাপে খেলছেন। এই তালিকায় রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন , মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, বিশাল কাইথ এবং ইস্টবেঙ্গলের আনোয়ার আলি, জ্যাকসন সিং, মহেশ সিং নাওরেম। এছাড়াও জিথিন এম এস, মনবীর সিং (জেএফসি) ও আলবিনো গোমেস ডুরান্ড কাপ শেষ হলে ভারতীয় দলের আবাসিক শিবিরে যোগ দেবেন।
এবারের শিবিরের প্রাথমিক তালিকায় কিছু চমক রয়েছে। যেমন—ভারতীয় সেনাবাহিনীর খেলোয়াড় সুনীল বেঞ্চামিনের ডাক পাওয়া, যা বহু বছর পর ঘটল ভারতীয় ফুটবলে। বহুদিন পর ভারতীয় দলে চোট সারিয়ে ফিরেছেন আকাশ মিশ্র। তিনকাঠির নিচে আবারও ফিরেছেন গুরপ্রীত সিং সান্ধু, যিনি কিছুদিন আগে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তবে এই তালিকায় নেই অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীর নাম।
খালিদ জামিলের খোচ হিসাবে প্রথম বড় পরীক্ষা ২৯ আগস্ট থেকে শুরু হওয়া কেএএফএ নেশনস কাপে। ভারত গ্রুপ বি-তে তাজিকিস্তান (২৯ আগস্ট), ইরান (১ সেপ্টেম্বর) ও আফগানিস্তানের (৪ সেপ্টেম্বর) মুখোমুখি হবে। এরপরেই অক্টোবর মাসে রয়েছে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিরুদ্ধে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ (৯ ও ১৪ অক্টোবর)।
শিবিরে সম্ভাব্য খেলোয়াড়দের মধ্যে গোলকিপার বিভাগে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, হৃতিক তিওয়ারি, আলবিনো গোমেস ও বিশাল কাইথ। রক্ষণভাগে আছেন সন্দেশ ঝিঙ্গান, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, জ্যাকসন সিং, আকাশ মিশ্র, সুনীল বেঞ্চামিন সহ আরও অনেকে। মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, সাহল আব্দুল সামাদ, সুরেশ সিং ও উদন্তা সিংয়ের মতো অভিজ্ঞরা। আক্রমণভাগে রয়েছেন লালিয়ানজুয়ালা ছাঙতে, রাহিম আলি, বিক্রম প্রতাপ সিং, আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো প্রমুখ।
সব মিলিয়ে, বেঙ্গালুরুর এই শিবির শুধু খালিদ জামিলের জন্যই নয়, ভারতীয় ফুটবলের জন্যও এক নতুন সূচনা হতে চলেছে। এখন নজর থাকবে, কীভাবে এই নতুন কোচ এবং দল একসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করে।