GST Reforms: জিএসটি সংস্কারে কিসের দাম কমবে, কিসেরই বা বাড়বে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্বাধীনতা দিবসের ভাষণে আসন্ন জিএসটি সংস্কারের (GST reforms) কথা ঘোষণা করেন, যা দীপাবলির (Diwali) মধ্যে বাস্তবায়িত হতে পারে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১২: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্বাধীনতা দিবসের ভাষণে আসন্ন জিএসটি সংস্কারের (GST reforms) কথা ঘোষণা করেন, যা দীপাবলির (Diwali) মধ্যে বাস্তবায়িত হতে পারে। এই সংস্কারের মূল লক্ষ্য সাধারণ মানুষের ওপর থেকে ট্যাক্সের বোঝা কমানো।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ১২% জিএসটি স্ল্যাবের (GST slab) অধীনে থাকা পণ্যগুলি ৫% স্ল্যাবে চলে আসতে পারে। একইভাবে ২৮% স্ল্যাবে থাকা পণ্য ১৮% স্ল্যাবে নামতে পারে। তবে সিগারেট, বিয়ারের মতো ‘সিন গুডস’-এর (sin goods) ক্ষেত্রে নতুন ৪০%-এর স্ল্যাব চালু হতে পারে। এই পরিবর্তন হলে জিএসটির মূল কাঠামো তিনটি স্ল্যাবে হবে – ৫%, ১৮% এবং ৪০%।
বর্তমানে ১২% হারে ট্যাক্স দেওয়া অনেক প্রয়োজনীয় পণ্য যেমন কনডেন্সড মিল্ক (condensed milk), শুকনো ফল, হিমায়িত সব্জি, সসেজ, পাস্তা (pasta), জ্যাম, নোনতা খাবার, টুথ পাউডার (tooth powder), ফিডিং বোতল, কার্পেট (carpet), ছাতা, সাইকেল (bicycle), বাসন, ফার্নিচার, পেনসিল (pencils), পাট বা সুতির তৈরি হ্যান্ডব্যাগ এবং ১০০০ টাকার নীচের দামের জুতোর মূল্য কমতে পারে।
অন্যদিকে ২৮%-এর গণ্ডিতে থাকা লাক্সারি আইটেম যেমন হাই-এন্ড মোটরসাইকেল (motorcycles), এয়ার কন্ডিশনার (air conditioner), রেফ্রিজারেটর, কার্বনেটেড ড্রিঙ্কস, পান মশলা এবং জুয়া (gambling), বেটিং (betting), অ্যামিউজমেন্ট পার্ক বা সিনেমার টিকিটের মতো সার্ভিসেসের ওপর ট্যাক্স কমলেও সিগারেট ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের দাম বাড়তে পারে।