PM Internship: প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম “জুমলা”, দাবির ৯০% প্রতিশ্রুতিও পূরণ হয়নি

August 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৮: কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকারের ইন্টার্নশিপ স্কিমের (internship scheme) “জুমলা” তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, এক কোটি ইন্টার্নশিপ দেওয়ার প্রতিশ্রুতি শেষ পর্যন্ত আরেকটি “জুমলা” (jumla) বলে প্রমাণিত হয়েছে। লোকসভায় দেওয়া সরকারি তথ্য উদ্ধৃত করে গান্ধী দাবি করেছেন, এই স্কিম তার প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং যুবসমাজকে প্রতারণা করা হচ্ছে।

সামাজিক মাধ্যম এক্সে (X) পোস্ট করে গান্ধী লিখেছেন, “১ লাখ কোটি টাকার জুমলা – সিজন ২! ১১ বছর পরেও মোদীজির একই পুরনো স্লোগান, একই অচলাবস্থার পরিসংখ্যান। গত বছর এক কোটি ইন্টার্নশিপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল – এই বছর আবার সেই একই প্রতিশ্রুতি!”

কংগ্রেস সাংসদ প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PMIS) সম্পর্কে ২১শে জুলাই, ২০২৫ তারিখে সংসদে দেওয়া একটি সরকারি জবাব উল্লেখ করেছেন। কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক (Ministry of Corporate Affairs) স্বীকার করেছে যে স্কিমের অধীনে ১০.৭৭ লাখ আবেদন জমা পড়লেও মাত্র ১.৫৩ লাখ অফার দেওয়া হয়েছে, আর বাস্তবে ইন্টার্নশিপে যোগ দিয়েছে মাত্র ৯,৪৫৩ জন।

গান্ধীর দাবি, সংসদীয় অধিবেশনে সরকার স্বীকার করেছে যে ১০,০০০-এরও কম ইন্টার্নশিপ দেওয়া হয়েছে – যা তাদের প্রতিশ্রুতির তুলনায় ৯০% কম। তিনি লিখেছেন, “মোদীজির কাছে নতুন কোনো ধারণা নেই। এই সরকারের আমলে যুবসমাজ কাজ পাবে না, শুধু জুমলা পাবে।”

যুবসমাজের দক্ষতা উন্নয়নের সুযোগ দিতে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম চালু করা হয়েছিল। কিন্তু সরকারের দেওয়া এই পরিসংখ্যান নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী নেতারা অভিযোগ করছেন, বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অর্থবহ কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen