দেশভাগ এবং পাকিস্তান সৃষ্টি নিয়ে কংগ্রেস দায়ী, পাঠ্যপুস্তকে নতুন পরিচ্ছদ সংযোজন নিয়ে ফের বিতর্কে NCERT

রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে ভারত বিভাজন এবং পাকিস্তান সৃষ্টির জন্য মহম্মদ আলি জিন্নার মতোই কংগ্রেসকে দায়ী করে একটি পরিচ্ছদ সংযোজন করতে চলেছে NCERT

August 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
NCERT brings syllabus blaming Congress for partition
NCERT brings syllabus blaming Congress for partition

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: ফের বিতর্কে এনসিআরটি-র (NCERT) পাঠ্যপুস্তক। অভিযোগ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে ভারত বিভাজন এবং পাকিস্তান সৃষ্টির জন্য মহম্মদ আলি জিন্নার মতোই কংগ্রেসকে দায়ী করে একটি পরিচ্ছদ সংযোজন করতে চলেছে এনসিইআরটি। ইতিমধ্যে পাঠ্যপুস্তকের বিতর্কিত মডিউল প্রকাশ করা হয়েছে। বিরোধীদের বক্তব্য, মিথ্যাচার বিজেপি ও আরএসএসের অন্যতম চালিকশক্তি। হিন্দুরাষ্ট্র গঠনের দিবাস্বপ্ন পূরণে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেও বিকৃত করতে পিছপা নয় ওরা।

কেন্দ্রীয় সরকারের স্বাধীনতা দিবসের পোস্টারে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিংয়ের মাথার উপরে বিনায়ক দামোদর সাভারকর! যা নিয়ে এমনিতেই চলছে বিতর্ক, এই আবহে এনসিআরটি-র (NCRT) পাঠ্যপুস্তক নিয়ে বিতর্ক নতুন মাত্রা যোগ করল।

এনসিইআরটি (রাষ্ট্রীয় শিক্ষা অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ)-র নতুন মডিউলটিতে বলা হয়েছে, ‘দেশভাগ কেবল এক জন ব্যক্তির কাজ ছিল না বরং তিনটি শক্তির সম্মিলিত প্রয়াস ছিল— জিন্না, যিনি দেশভাগের লক্ষ্যে প্রচার করছিলেন। কংগ্রেস, যারা দেশভাগ মেনে নিয়েছিল এবং মাউন্টব্যাটেন, যাঁকে দেশভাগ বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছিল’। দেশভাগ সম্পর্কিত বিতর্কিত অধ্যায় সংযোজনের জন্য নিয়মিত পাঠ্যপুস্তকের বাইরে ষষ্ঠ-অষ্টম এবং নবম-দ্বাদশ শ্রেণীর জন্য পৃথক সংস্করণ তৈরি করা হয়েছে।

এআইসিসির মুখপাত্র পবন খেরা শনিবার বলেন, ‘‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করা হয়েছে।’’ নতুন মডিউল পুড়িয়ে ফেলার ডাকও দেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen