আজ দেশে ফিরলেন অ্যাক্সিয়ম-৪ অভিযানের সদস্য ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা

আজ, রবিবার দেশে ফিরলেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ যাত্রা করেছেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু

August 17, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: আজ, রবিবার দেশে ফিরলেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ যাত্রা করেছেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। অ্যাক্সিয়ম-৪ অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। দেশে ফিরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দু’সপ্তাহ কাটানোর অভিজ্ঞতার কথা জানাবেন শুভাংশু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর দেখা করার কথা হয়েছে। আগামী ২২-২৩ আগস্ট দিল্লিতে জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানেও থাকতে পারেন তিনি। ইসরোর আশা, ২০২৭ সালে ‘গগনযান’ অভিযানের ক্ষেত্রে মহাকাশে শুভাংশুর অভিজ্ঞতা সাহায্য করবে।

বিগত প্রায় এক বছর আমেরিকায় ছিলেন শুভাংশু। মহাকাশ থেকে ফিরে আসার পর দীর্ঘদিন ধরে রিহ্যাবে থাকতে হয়েছে তাঁকে। এবার ঘরে ফেরার পালা। তার আগে বিমানে বসেই আবেগঘন পোস্ট করেছেন শুভাংশু। তিনি লিখছেন, ‘ভারতে ফেরার জন্য বিমানে বসতেই মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। গত এক বছর কিছু মানুষ বন্ধু ও পরিবার হয়ে উঠেছিলেন। তাঁদের ছেড়ে আসতে খুব খারাপ লাগছে। দেশে ফিরে প্রত্যেকের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করতে পারব। এটা অত্যন্ত আনন্দের।’

তিনি আরও লেখেন, ‘ভারতে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। বিদায় জানানো সত্যিই কষ্টকর। তবে আমার সহযাত্রী পেগি হুইটসনের কথায়, মহাকাশযাত্রায় পরিবর্তনই নিত্যসঙ্গী।’

বক্তব্যের শেষে শুভাংশু শাহরুখ খানের স্বদেশ ছবির গানের দুই পঙক্তিও লেখেন, ‘মহাকাশযানের একমাত্র ধ্রুবক হল পরিবর্তন। আমি বিশ্বাস করি এটা জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। ইউ হি চালা চাল রাহি, জীবন গাড়ি হ্যায় সময় পাহিয়া।’ উল্লেখ্য, চলতি বছরের ২৬ জুন মহাকশে স্টেশনে পৌঁছন বায়ুসেনার এই সদস্য। ৬০টিরও বেশি বিষয়ে নিয়ে গবেষণা চালানোর পর ১৫ জুলাই শুভাংশু সহ চার নভশ্চর পৃথিবীতে ফিরে আসেন।

আজ শুভাংশুকে স্বাগত জানাতে দিল্লি বিমান বন্দরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। শুভাংশুর সঙ্গে দেশে ফিরেছেন তাঁর স্ত্রী-সন্তান। দিল্লি বিমান বন্দরে এদিন তাঁদেরও সংবর্ধনা জানানো হয়। সূত্রে খবর, শুভাংশুকে নিয়ে সংসদে বিশেষ আলোচনা হতে চলেছে। লোকসভায় মহাকাশে ভারত এবং ইন্টারন্যাশন্যাল স্পেস স্টেশনে শুভাংশুর ঐতিহাসিক পদার্পণ নিয়ে বিশেষ আলোচনা হতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen