মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর বাতিল? ট্রাম্পের শুল্কের বোঝা নিয়ে আলোচনা ঘিরে অনিশ্চয়তা
মনে করা হচ্ছিল, আলোচনার মাধ্যমে কোনও সিদ্ধান্তে হয়ত পৌঁছতে পারবে দুই দেশ। কিন্তু আপাতত সে সম্ভাবনা নেই।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: পুতিন-ট্রাম্প (Vladimir Putin-Donald Trump) বৈঠকে কোনও রফাসূত্র মেলেনি, ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয় রাশিয়া কিছুই জানায়নি। এরপরই ভারত সফর বাতিল করল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের (Tariff) বোঝা কমার ক্ষেত্রে এই বাণিজ্য বৈঠক ছিল একমাত্র উপায়। মনে করা হচ্ছিল, আলোচনার মাধ্যমে কোনও সিদ্ধান্তে হয়ত পৌঁছতে পারবে দুই দেশ। কিন্তু আপাতত সে সম্ভাবনা নেই।
২৫ আগস্ট মার্কিন সহকারি বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দলের ভারতে আসার কথা ছিল। শনিবার আনুষ্ঠানিকভাবে ভারত সফর বাতিল করে মার্কিন দলটি। কী কারণে হঠাৎ এই সফর বাতিল, তা জানানো হয়নি।
এর আগে দফায় দফায় বৈঠক হলেও আমেরিকা-ভারতের বাণিজ্য চুক্তির মধ্যে মূল বাধা হয়ে দাঁড়ায় দুগ্ধ ও কৃষিজ পণ্যের ক্ষেত্রগুলি। আমেরিকা ভারতের এই ক্ষেত্রগুলিতে বাণিজ্যে আগ্রহ দেখায়। ভারত সাফ জানিয়ে দেয়, কৃষক এবং পশুপালকদের স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না। আমেরিকার দাবি মানতে হলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সমস্যায় পড়বেন। ৫ দফা বৈঠকে কোনও রফাসূত্র বের না-হওয়ায় চুক্তির চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার পর ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপায় ট্রাম্প প্রশাসন। ২৫-৩০ আগস্ট পর্যন্ত ফের বৈঠকের দিনক্ষণ ঠিক হয়। ভারতের উপর চাপ বাড়াতে রাশিয়ার (Russia) থেকে তেল কেনার অভিযোগ তুলে আরও ২৫ শতাংশ শুল্ক চাপায় ট্রাম্প প্রশাসন। মোট শুল্ক হয় ৫০ শতাংশ।
অন্যদিকে, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নয়া দিল্লি। তবে এও অবশ্য তারা জানিয়েছে, আগের তুলনায় আমেরিকার থেকে বেশি তেল কেনা হচ্ছে, কিন্তু রাশিয়ার তেলও নেওয়া হচ্ছে, যা বন্ধ করা সম্ভব নয়। শুক্রবার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘একজন তেল গ্রাহক’ ভারতকে হারিয়েছেন, যারা আগে প্রায় ৪০ শতাংশ তেল কিনত। যদিও ভারত আগস্টের প্রথম ১৫ দিনে রাশিয়া থেকে প্রতিদিন ১৮ লক্ষ ব্যারেল তেল কিনেছে, যা পুরো জুলাই মাসের প্রতিদিন ১৬ লক্ষ ব্যারেলের চেয়ে বেশি। অন্তত রাষ্ট্রায়াত্ত সংস্থার তেল কেনার হিসাবে সে ছবিই সামনে এসেছে।