US-Russia-Ukraine: বল এখন Zelenskyy-র কোর্টে, কী করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট?
১৫ আগস্ট আলস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin-Donald Trump) বৈঠক হয়। এবার পর ভূমি বিনিময় চুক্তির শর্ত হিসাবে ডনেৎস্ক এলাকা চেয়েছেন পুতিন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: ১৫ আগস্ট আলস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin-Donald Trump) বৈঠক হয়। এবার পর ভূমি বিনিময় চুক্তির শর্ত হিসাবে ডনেৎস্ক এলাকা চেয়েছেন পুতিন। যদিও সেই শর্ত মানেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিয়ার জেলেনস্কি (Volodymyr Zelenskyy)।
‘দ্য গার্ডিয়ান’ প্রতিবেদন অনুযায়ী, ডনেৎস্ক ছাড়াও লুহানস্ক অঞ্চলে নিজেদের দাবির কথা জানিয়েছে রাশিয়া (Russia)। পুতিনের প্রস্তাব, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল রাশিয়াকে দিয়ে দেওয়া হলেই যুদ্ধ বন্ধ করবেন তাঁরা। সংবাদ মাধ্যমের দাবি, ট্রাম্পকে পুতিন জানিয়েছেন, ওই দু’টি অঞ্চল রাশিয়া পেয়ে গেলেই রাশিয়ান সেনাবাহিনী আর এগোবে না। ইউক্রেনের খেরসন ও জাপোরিঝিয়া থেকে ফ্রন্টলাইন প্রত্যাহার করে নেবেন পুতিন।
ট্রাম্প প্রস্তাব নাকচ করে দিয়েছেন জেলেনস্কি। আগামীকাল, সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে জেলেনস্কি আমেরিকা যাবেন। ট্রাম্প ও জেলেনস্কির বৈঠককের পর কোন দিকে গড়াবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নজর থাকবে সেদিকেই।