Kashmir Cloud burst rain: চাসোটির পর কাঠুয়া, মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত অন্তত চার

মেঘভাঙা বৃষ্টির জেরে কাঠুয়ায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জাতীয় সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে

August 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: বৃহস্পতি থেকে রবি, মাত্র মাত্র তিনদিনের ব্যবধানে ফের বিপর্যস্ত কাশ্মীর। মেঘভাঙা বৃষ্টির জেরে কাঠুয়ায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জাতীয় সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। গত বৃহস্পতিবার মেঘভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে কাশ্মীরের চাসোটি। অসমর্থিত সূত্র মারফত জানা গিয়েছে, অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে সেখানে।

রবিবার ভোররাতে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান আসে কাশ্মীরের কাঠুয়া জেলায়। জাঙ্গলোট এলাকার একটি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ইতিমধ্যেই সেখানে ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে সরকারি সূত্রে। রেলওয়ে ট্র্যাক, জাতীয় সড়ক, থানাও ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

অন্যদিকে, লাগাতার বৃষ্টির জেরে নদী এবং অন্যান্য এলাকায় জলস্তর বাড়ছে। আমজনতাকে আপাতত নদী কিনারাবর্তী এলাকাগুলি থেকে দূরে থাকতে বলা হয়। অন্যদিকে, রবিবার সকালে হড়পা বান নেমেছে হিমাচল প্রদেশের মাণ্ডিতেও। সেখানে এখনও কারও মৃত্যুর খবর মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen