এক দশকে দেড় লক্ষ কোটির আর্থিক ক্ষতি! মোদী আমলে ভেঙে পড়ছে ডাক বিভাগের ব্যাঙ্কিং পরিষেবা?

সদ্য প্রকাশিত ডাক বিভাগের বার্ষিক রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২৪-২৫ অর্থবর্ষে আর্থিক ঘাটতির অঙ্ক প্রায় ২৪ হাজার ৫৫৩ কোটি টাকা।

August 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৫: ডাক বিভাগের (Post Office) মাধ্যমেই দেশের বৃহত্তম ব্যাঙ্কিং পরিষেবা চলে। গোটা দেশে পোস্ট অফিসের সংখ্যা প্রায় ১ লক্ষ ৬০ হাজার। প্রায় ৪০ কোটি নাগরিক পরিষেবা পান। ডাক বিভাগ বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। সদ্য প্রকাশিত ডাক বিভাগের বার্ষিক রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২৪-২৫ অর্থবর্ষে আর্থিক ঘাটতির অঙ্ক প্রায় ২৪ হাজার ৫৫৩ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, মোদী আমলের শুরু থেকে এই আর্থিক ক্ষতির অঙ্ক যোগ করলে মোট ক্ষতির অঙ্ক দেড় লক্ষ কোটি।

ডাক বিভাগ এখন মূলত পার্সেল বিলির ব্যবসা উপর টিকে রয়েছে। চিঠি আদানপ্রদান অনেকটাই কমে গিয়েছে। অর্থমন্ত্রকের স্বল্প সঞ্চয় প্রকল্প বিক্রি করেও আয় করে ডাক বিভাগ। পোস্টাল জীবন বিমাও রয়েছে। কিন্তু গ্রাহক পরিষেবার হাল কেমন? পরিকাঠামোগত সমস্যার জেরে হয়রান হন গ্রাহকেরা। আর্থিক লেনদেনের জন্য কোর ব্যাঙ্কিং সিস্টেম চালু করার কথা থাকলেও তা হয়নি। লিঙ্ক না থাকা এখনও ডাকবিভাগের নিত্যদিনের সমস্যা।

পর্যাপ্ত সংখ্যায় কর্মী না-থাকা, ফর্ম-চেকবইয়ের অপ্রতুলতা, প্রিন্টিং মেশিনের অভাব ডাকঘরকে একেবারে শেষ করে দিয়েছে। অনলাইন লেনদেনকে আরও সুষ্ঠু করার লক্ষ্যে যে পরিষেবা চালু হওয়ার কথা ছিল চলতি মাস থেকে, তা মুখ থুবড়ে পড়েছে।
কর্মীদের বেতন ও অফিস চালাতে যে খরচ হয় তা ওঠে না। আয় হয় অনেক কম। প্রশ্ন উঠছে, ডাকবিভাগকে ক্রমশ মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পিছনে মোদী সরকার কি উদ্দেশ রয়েছে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen