Jan Vishwas 2.0: প্রথমবার আইন ভঙ্গ করলে শাস্তি নয়, নয়া আইন আনছে মোদী সরকার
প্রথমবার আইন ভঙ্গ করলে জরিমানা নয়, বরং দেওয়া হবে ‘ইমপ্রুভমেন্ট নোটিস’। এর মাধ্যমে সংশোধনের সুযোগ পাবেন অভিযুক্ত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৪: প্রথমবার আইন ভঙ্গ করলে হবে না শাস্তি! সর্বভারতীয় সংবাদ সূত্রে খবর, প্রথমবার আইন ভঙ্গকারীকে শাস্তি না দেওয়ার জন্য সংসদে আইন আনছে মোদী সরকার। লোকসভায় সোমবার পেশ হতে চলেছে কেন্দ্রের ‘জন বিশ্বাস বিল ২.০’ (Jan Vishwas 2.0)। এই বিলের প্রস্তাবিত পরিবর্তনে প্রথমবার আইন ভঙ্গ করলে জরিমানা নয়, বরং দেওয়া হবে ‘ইমপ্রুভমেন্ট নোটিস’। এর মাধ্যমে সংশোধনের সুযোগ পাবেন অভিযুক্ত। পুনরায় আইন ভাঙলে তবেই জরিমানা বা শাস্তি কার্যকর হবে।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলের খসড়া অনুমোদন দিয়েছে। এর লক্ষ্য, বিভিন্ন আইনে অপরাধ ডিক্রিমিনালাইজ করা, সহজ ব্যবসার পরিবেশ গড়ে তোলা এবং জনগণের সঙ্গে বিশ্বাসভিত্তিক শাসন প্রতিষ্ঠা।
২০২৩ সালে কার্যকর হওয়া ‘জন বিশ্বাস আইন’-এর মাধ্যমে ১৮০টিরও বেশি ধারায় অপরাধ ডিক্রিমিনালাইজ করা হয়েছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় জানিয়েছিলেন, এবার ‘জন বিশ্বাস ২.০’-এর মাধ্যমে আরও ১০০-র বেশি ধারায় পরিবর্তন আনা হবে।
প্রস্তাবিত সংশোধন অনুযায়ী, প্রথমবার অপরাধ ধরা পড়লে ‘ইমপ্রুভমেন্ট নোটিস’ পাঠানো হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা সংশোধনের সুযোগ থাকবে। দ্বিতীয়বার একই অপরাধ ঘটলে আগের মতোই জরিমানা কার্যকর হবে। পরবর্তী অপরাধে জরিমানার অঙ্ক আরও বাড়বে, তবে নির্দিষ্ট সীমার মধ্যে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে বলেন, “আমাদের দেশে এখনও অনেক আইন আছে, যেখানে ছোটখাটো অপরাধের জন্যও জেল হতে পারে। এগুলি অপ্রয়োজনীয়। তাই সেগুলি তুলে দেওয়ার চেষ্টা চলছে।”
উল্লেখ্য, ২০২৩ সালের ‘জন বিশ্বাস আইন’-এর মাধ্যমে যেমন ফুড কর্পোরেশনস অ্যাক্ট, ১৯৬৪-র ধারা ৪১ এবং ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ১৯২৭-এর ধারা ৩৩-সহ একাধিক ধারায় কারাদণ্ডের শাস্তি তুলে দেওয়া হয়েছিল।