প্রাকৃতিক বিপর্যয় আগাম জানাবে NISAR মিশনের রাডার অ্যান্টেনা

৪৬০ মাইল দূরে থেকে পৃথিবীর উপর ক্রমাগত নজর রাখবে নিসারের রাডার। এর বিশেষত্ব, মেঘ বা অন্ধকার কোনো বাধাই তাকে থামাতে পারবে না।

August 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৯: পৃথিবীর কক্ষপথে বসানো হল বিশ্বের সবচেয়ে বড় রাডার অ্যান্টেনা! যৌথ উদ্যোগে এই কাজ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (Isro) এবং মার্কিন মহাকাশ সংস্থা নাসা (Nasa)। ৩৩ ফুট লম্বা এই অ্যান্টেনা মহাকাশে গিয়ে যুক্ত হল সিন্থেটিক অ্যাপারচার রাডার মিশন (Synthetic Aperture Radar Mission- NISAR)-এ।

৪৬০ মাইল দূরে থেকে পৃথিবীর উপর ক্রমাগত নজর রাখবে নিসারের রাডার। এর বিশেষত্ব, মেঘ বা অন্ধকার কোনো বাধাই তাকে থামাতে পারবে না। দিন-রাত, সব আবহাওয়ায় কাজ করে পৃথিবীর উচ্চমানের ছবি তুলতে পারবে এটি। ফলে হিমবাহ, জঙ্গল, ভূমিকম্প কিংবা জলবায়ু পরিবর্তনের সূক্ষ্ম পরিবর্তনও ধরা পড়বে স্পষ্টভাবে।

নাসা জানিয়েছে, বিপর্যয় আসার আগেই সতর্কবার্তা পাওয়া যাবে। বিজ্ঞানী থেকে শুরু করে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল ও সরকার এই তথ্য ব্যবহার করতে পারবে। ফসলের চক্র ও কৃষিজমির অবস্থা সম্পর্কেও তথ্য দেবে নিসার। ফলে খাদ্য সুরক্ষার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

অ্যান্টেনাটি তৈরি করেছে মার্কিন সংস্থা নরথ্রপ গ্রুম্যান (Northrop Grumman) ছাতার মতো বিস্তারলাভ করে এটি প্রতি মিনিটে ৪.৫ বার ঘুরবে কক্ষপথে। শক্তিশালী লেন্সের সাহায্যে ভূপৃষ্ঠের ত্রিমাত্রিক ছবিও তৈরি করতে পারবে। ধীরে ধীরে হিমবাহের গলন বা ভূমিক্ষয়ের মতো পরিবর্তনও ধরা দেবে এর চোখে।

নিসার মিশন পরিচালনা করছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) (Jet Propulsion Laboratory-JPL) এবং ইসরো। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে এটি হতে চলেছে এক বড় হাতিয়ার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen