Weather Update: নতুন করে নিম্নচাপ তৈরি বঙ্গোপসাগরে, বাংলায় কবে থেকে ফের ভারী বৃষ্টি?
শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব নেই আমাদের বাংলায়। বাংলার উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের মৎস্যজীবীদের ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। আংশিক মেঘলা আকাশ থাকলেও অস্বস্তি বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবার থেকে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টি হবে। শনিবার ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে আজ থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও। শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।