BJP শাসিত ওড়িশায় এবার আশ্রমে ধর্ষণের শিকার এক মহিলা, গ্রেপ্তার পুরোহিত

ঘটনাটি ঘটেছে ঢেঙ্কানল জেলার কামাখ্যানগর থানা এলাকার মাথাকারগোলা আশ্রমে।

August 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪২: ডবল ইঞ্জিন ওড়িশায় নারী নিরাপত্তা একেবারে তলানিতে। এবার ওড়িশায় আশ্রমে ধর্ষণের শিকার হলেন এক আবাসিক মহিলা। অভিযোগের তীর আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঢেঙ্কানল জেলার কামাখ্যানগর থানা এলাকার মাথাকারগোলা আশ্রমে।

এফআইআর (FIR) দায়ের করেছেন ৩৫ বছরের ওই মহিলা। অভিযোগ, গত ৪ আগস্ট আশ্রমের মধ্যেই একটি ঘরে ঘুমোচ্ছিলেন নির্যাতিতা মহিলা। সেই সময় প্রধান পুরোহিত সেখানে আসেন। তাঁকে ধর্ষণ করেন। বাধা দিলে ব্যাপক মারধরও করা হয়। ধৃত প্রধান পুরোহিতকে আদালত ১৪ দিনের হেপাজতের নির্দেশ দিয়েছেন। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান পুরোহিত। তাঁর দাবি, ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তাঁকে।

উল্লেখ্য, বার বার মহিলাদের ওপর অপরাধের ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছে ওড়িশা। গত এক মাসে তিনজন মহিলার মৃত্যু হয়েছে অগ্নি দগ্ধ হয়ে। প্রথমে ওড়িশার বালেশ্বরে কলেজের এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে ক্যাম্পাসেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এক ছাত্রী। ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় ভুবনেশ্বর এইমসে তাঁর মৃত্যু হয়। তারপর পুরীতে এক কিশোরীও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অভিযোগ, এক দল দুষ্কৃতী তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। দিল্লি এইমসে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। কেন্দ্রপড়ায় বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক তরুণীর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen