শর্তসাপেক্ষ জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, এখনই জেলমুক্তি নয়

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

August 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৩: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষ জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একই মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও। যদিও কোর্ট অর্ডার এখনও বেরোয়নি।

এর আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন পার্থ। কিন্তু একাধিক মামলা থাকায় জেলমুক্তি হয়নি। এখনও প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সোমবার সুপ্রিম কোর্ট সিবিআই মামলায় তাঁকে জামিন দেওয়ার জেলমুক্তির আশা বাড়ল। যদিও আইনজীবীদের একাংশের মত, ইডি-সিবিআইয়ের বিশেশ মামলায় জামিন মিললেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু মামলা রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তাই খুব দ্রুত জেলমুক্তি নাও হতে পারে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।

যে যে শর্তে জামিন পেলেন পার্থ
তাঁকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। নিয়মিত হাজিরা দিতে হবে। এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি নেই।
সোমবার সিবিআইয়ের মামলার শুনানিতে বিচারপতিরা বলেন, ‘পার্থ দীর্ঘদিন ধরে জেলে আছেন, কিন্তু মামলার নিষ্পত্তির দিকে কোনও অগ্রগতি হয়নি। তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হচ্ছে না বলেও আদালতে উঠে আসে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen