বাদশাহর জবাবে মাতোয়ারা ভক্তরা,শাহরুখ কখনও অবসর নেবেন না!
বলিউডের বাদশাহ শাহরুখ খান আবারও প্রমাণ করে দিলেন কেন তিনি ‘King of Wit’ নামে পরিচিত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১০: বলিউডের বাদশাহ শাহরুখ খান আবারও প্রমাণ করে দিলেন কেন তিনি ‘King of Wit’ নামে পরিচিত। ৫৯ বছর বয়সী এই সুপারস্টার সম্প্রতি বহুদিন পর ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে #AskSRK সেশনে হাজির হয়েছিলেন। ভক্তরা যেমন আবেগভরা মেসেজ ও মজার প্রশ্ন করেছেন, তেমনই কিছু ট্রোল করারও চেষ্টা করেছিল তাঁকে খোঁচা দেওয়ার জন্য।
একজন নেটিজেন নিজের টুইটারে লেখেন, “ভাই, বয়স তো অনেক হয়ে গেছে। অবসর নিন, আর নতুনদের জায়গা করে দিন।” সাধারণত এ ধরনের মন্তব্য অনেক তারকাই এড়িয়ে যান, কিন্তু শাহরুখের জবাব যেন ক্লাস নেওয়ার মতো ছিল। তিনি লিখলেন, “ভাই, যখন তোমার প্রশ্নের শিশুসুলভ ভাবটা কেটে যাবে, তখন কিছু ভালো প্রশ্ন কোরো। ততদিন পর্যন্ত তুমিই বরং সাময়িক অবসরে থাকো।”
এই এক লাইনের জবাব মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা একের পর এক প্রশংসায় ভরিয়ে দেন কিং খানকে। কেউ লেখেন, “শাহরুখ কখনও আমাদের হৃদয় থেকে অবসর নেবেন না।” আরেকজন বলেন, “সাফল্যের কোনো ফুলস্টপ নেই, শেষ নিশ্বাস নেওয়া পর্যন্ত কাজ করো।”
এদিকে জানা গেছে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তার পরবর্তী ছবি ‘King’-এর শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে অভিনেতার কাঁধের চোটের কারণে। তবে ভক্তরা আশাবাদী, চোট কাটিয়ে খুব তাড়াতাড়ি তিনি ফিরবেন বড় পর্দায়, আগের মতোই শক্তি আর ক্যারিশমা নিয়ে।