Zelenskyy: আবারও হোয়াইট হাউসে জেলেনস্কি, গতবারের পুনরাবৃত্তি?
ছয় মাস পর, সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে জেলেনস্কি আবারও হোয়াইট হাউসে। এবার তাঁকে ঘিরে রয়েছেন একদল ইউরোপীয় নেতা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৫: ভোলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) শেষ বার ওভাল অফিসে (Oval Office) যাওয়া এক উত্তপ্ত পরিস্থিতিতে পরিণত হয়েছিল। তখন ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) রূঢ় আচরণ, মধ্যাহ্নভোজের আমন্ত্রণ থেকে বাদ দেওয়া এবং “শান্তির জন্য প্রস্তুত হলে ফিরে আসুন” – এমন মন্তব্যের মুখে পড়েছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি। সেই বৈঠক ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ককে তলানীতে ঠেলে দিয়েছিল।
ছয় মাস পর, সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে জেলেনস্কি আবারও হোয়াইট হাউসে। এবার তাঁকে ঘিরে রয়েছেন একদল ইউরোপীয় নেতা। ট্রাম্প-পুতিনের আলাস্কা (Trump-Putin Alaska Summit) বৈঠকের ফলাফল জানতে চান তিনি।
ট্রাম্প-পুতিনের অ্যাঙ্করেজের বৈঠককে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু তাৎক্ষণিক যুদ্ধবিরতির পরিবর্তে, ট্রাম্প “সরাসরি শান্তি চুক্তি”-র দিকে ঝুঁকেছেন, যা ইউক্রেনকে জমি ছাড়তে বাধ্য করতে পারে। এমনকি ট্রাম্প ইউরোপীয় নেতাদের বলেছেন, পুতিন সম্পূর্ণ ডনবাস অঞ্চল দাবি করছেন – যা ইউক্রেনের পক্ষে দেওয়া অসম্ভব।
জেলেনস্কির জন্য এই মুহূর্ত অত্যন্ত স্পর্শকাতর। ট্রাম্প একবার তাকে “তৃতীয় বিশ্বযুদ্ধের জুয়াড়ি” বলে আক্রমণ করেছিলেন, আর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance) তাঁকে “কৃতজ্ঞতাহীন” বলে ধমক দিয়েছিলেন। এখন ইউরোপীয় নেতাদের কৌশলগত পরামর্শ মেনে সতর্কভাবে এগোতে হবে তাঁকে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রমুখ তাঁকে সরাসরি সংঘাত এড়িয়ে শ্রদ্ধাশীল কূটনীতি অনুসরণের পরামর্শ দিয়েছেন, কারণ ট্রাম্প আনুগত্যের ভাষা বুঝতে পছন্দ করেন।
জেলেনস্কির জন্য এটি ধৈর্য্য, কূটনীতি ও যুক্তির এক কঠিন পরীক্ষা। ওভাল অফিস যে কোনো মুহূর্তে শত্রুতাপূর্ণ হয়ে উঠতে পারে। ইউরোপীয় নেতাদের সমর্থন নিয়ে তিনি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে, পুতিনের শর্তে শান্তি স্থিতিশীলতার বদলে নতুন অস্থিরতা ডেকে আনবে। এখন প্রশ্ন – জেলেনস্কি কী ট্রাম্পের খেলায় অংশ নিয়ে ইউক্রেনের স্বার্থ রক্ষা করতে পারবেন?