NRC! Kalyani AIIMS -র সমীক্ষা নিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর
মানসিক স্বাস্থ্য সমীক্ষার নামে এনআরসি কার্যকর করার চেষ্টা চলছে, এমন বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৫: মানসিক স্বাস্থ্য সমীক্ষার নামে এনআরসি কার্যকর করার চেষ্টা চলছে, এমন বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কল্যাণী AIIMS বিভিন্ন এলাকায় এ ধরনের সমীক্ষা চালাচ্ছে।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “ওঁরা মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে NRC-র সমীক্ষা করছে। আমি সাধারণ মানুষকে বলব, কেউ সমীক্ষা করতে এলে আগে রাজ্য সরকারের কাছে বিষয়টি জেনে নিন। রাজ্য সরকার কোনও সার্ভে করলে, তা ঘোষণা করে জানানো হবে।”
AIIMS কর্তৃপক্ষকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন কেন? দলের নামেই সরাসরি করুন না! রোগী সেবার দিকে নজর দিন, আমরা সহযোগিতা করব। কিন্তু এই খেলাটা খেলবেন না। স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমীক্ষা করার দায়িত্ব রাজ্যের।”
অন্যদিকে, কল্যাণী AIIMS-এর তরফে জানানো হয়, মানসিক স্বাস্থ্যের এই সমীক্ষা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই চলছে। WHO এবং বেঙ্গালুরুর NIMHANS-এর তত্ত্বাবধানে প্রশ্নপত্র তৈরি হয়েছে। বিশেষজ্ঞ মহলের ধারণা, এইমস কর্তৃপক্ষের পাল্টা বিবৃতি যেন আগুনে ঘি ঢালল, বিতর্ক আরও জোরালোভাবে উঠে এল আলোচনার কেন্দ্রে।