Trump Zelensky Meeting: জেলেনস্কির সঙ্গে বহু চর্চিত বৈঠক শেষে কী বললেন ট্রাম্প?
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে দিনভর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:২৫: ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে দিনভর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। টানা কয়েক ঘণ্টা কয়েক দফা বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি।
সোমবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে ট্রাম্প হোয়াইট হাউসে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের ধন্যবাদ জানান। তিনি তাঁর সমাজমাধ্যম ‘ট্রুথ’-এ লেখেন, “ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার স্টাব, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ়, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভনডের লেইন এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে আমার খুব ভাল বৈঠক হয়েছে। বৈঠকে আমরা ইউক্রেনের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেছি। এ ব্যাপারে ইউরোপীয় দেশগুলি তাদের সহমত জানিয়েছে। রাশিয়া-ইউক্রেনের ‘শান্তিচুক্তি’ নিয়ে সবাই খুব খুশি।”
ট্রাম্প আরও লেখেন, “বৈঠক শেষে আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছি। পাশাপাশি, জেলেনস্কি এবং পুতিনের মধ্যে একটি বৈঠকের প্রস্তাবও দিয়েছি। ইতিমধ্যেই সেই বৈঠকের তোড়জোড় শুরু করা হচ্ছে। সেই বৈঠক হওয়ার পর, আমরা একটি ত্রিপাক্ষিক বৈঠক করব। সেখানে দুই রাষ্ট্রপ্রধান থাকবেন এবং আমিও থাকব।” তবে কবে, কোথায় এ বৈঠক অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে কিছু জানাননি ট্রাম্প।
এদিনের বৈঠকে ফের উঠে এসেছে ভারত-পাক সংঘাতের বিষটি। যা নিয়ে বারংবার একই দাবি করে গিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনিই নাকি ভারত-পাক সংঘাত থামিয়েছেন। ভারত বারংবার সত্যিটা তুলে ধরলেও তা মানতে নারাজ তিনি। এহেন ট্রাম্প গতকাল ভলোদিমির জেলেনস্কির পাশে বসেও করলেন সেই একই দাবি, তিনি ভারত-পাক সংঘাত সহ গোটা দুনিয়া জুড়ে ৬টি যুদ্ধ থামিয়েছেন।
জেলেনস্কির পাশে বসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ থামবে। এটা কখন থামবে তা আমি বলতে পারব না। তবে এই ভদ্রলোক (জেলেনস্কি) এবং ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ থামাতে চান। আমি ভেবেছিলাম, এই যুদ্ধ (রাশিয়া-ইউক্রেন) থামানো সবথেকে সহজ হবে। তবে এটাই সবচেয়ে কঠিন। এর অনেকগুলি কারণ আছে। এটা নিয়ে দীর্ঘদিন কথা হবে। যেমন ভারত-পাক নিয়ে কথা হবে। আমরা এখানে বড় বড় জায়গা নিয়ে কথা বলছি।’