BJP শাসিত ওড়িশায় লাগাতার নারী নির্যাতন, এবার ধর্ষণের শিকার নাবালিকা, গ্রেপ্তার তিন

পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় সাড়ে ছ’টা নাগাদ মেয়েটি ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে বেরিয়েছিল।

August 19, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৭: বিজেপি শাসিত ওড়িশায় নারী নির্যাতনের ঘটনায় কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। এবার সম্বলপুর জেলায় গণধর্ষণের শিকার হলেন নাবালিকা। অভিযোগ, সোমবার বাড়ির সামনে থেকে নাবালিকাকে টেনে নিয়ে গিয়ে তাঁর উপর অত্যাচার চালায় পাঁচ দুষ্কৃতী। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও দু’জন ফেরার। একের পর এক ঘটনায় বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় সাড়ে ছ’টা নাগাদ মেয়েটি ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে বেরিয়েছিল। সেই সময় তাকে নির্জন একটা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে দুষ্কৃতীরা। বাড়িতে ফিরে ঘটনার কথা জানায় নির্যাতিতা। তার পরিবারের লোকজন জুজুমুরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার তিন অভিযুক্তকে পাকড়াও করে। জেলা পুলিশ সুপার মুকেশ ভামু জানান, ধৃতরা অপরাধের কথা স্বীকার করেছে। নির্যাতিতা ও অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা।

অন্যদিকে, ডবল ইঞ্জিন ওড়িশায় নারী নিরাপত্তা একেবারে তলানিতে। সদ্য ওড়িশায় আশ্রমে ধর্ষণের শিকার হন এক আবাসিক মহিলা। অভিযোগের তীর আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঢেঙ্কানল জেলার কামাখ্যানগর থানা এলাকার মাথাকারগোলা আশ্রমে। অভিযোগ, গত ৪ আগস্ট আশ্রমের মধ্যেই একটি ঘরে ঘুমোচ্ছিলেন নির্যাতিতা মহিলা। সেই সময় প্রধান পুরোহিত সেখানে আসেন। তাঁকে ধর্ষণ করেন। বাধা দিলে ব্যাপক মারধরও করা হয়। ধৃত প্রধান পুরোহিতকে আদালত ১৪ দিনের হেপাজতের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, বার বার মহিলাদের ওপর অপরাধের ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছে ওড়িশা। গত এক মাসে অগ্নি দগ্ধ হয়ে তিনজন মহিলার মৃত্যু হয়েছে। প্রথমে ওড়িশার বালেশ্বরে কলেজের এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে ক্যাম্পাসেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এক ছাত্রী। ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় ভুবনেশ্বর এইমসে তাঁর মৃত্যু হয়। তারপর পুরীতে এক কিশোরীও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অভিযোগ, এক দল দুষ্কৃতী তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। দিল্লি এইমসে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। কেন্দ্রপড়ায় বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক তরুণীর।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen