Anandapur Missing Case: তরুণের পর খাল থেকে উদ্ধার তরুণীর দেহ

স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ হয়ে যান তরুণ-তরুণী। জানা গিয়েছে, সোমবার রাতে দুজনে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর আর ফেরেননি।

August 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৬: স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ হয়ে যান তরুণ-তরুণী। জানা গিয়েছে, সোমবার রাতে দুজনে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর আর ফেরেননি। তরুণীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে মারধর করে খালে ফেলে দিয়েছে ওই তরুণ। খালে তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়। এখনও তরুণীর খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনা নাকি চক্রান্ত, খতিয়ে দেখা হচ্ছে পুলিশ।

নিখোঁজ তরুণীর নাম রনিতা বৈদ্য। সোমবার রাতে স্কুটার চালানো শিখবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন প্রশিক্ষক বন্ধু রোহিত আগারওয়াল। গভীর রাতে মেয়ে বাড়ি না-ফেরায় তরুণীর পরিবারের দুশ্চিন্তা হয়। ফোন করলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। কয়েকঘণ্টা খোঁজাখুঁজির পর শেষে আনন্দপুরে (Anandapur) একটি খালের ধারে স্কুটার ও মোবাইল ফোন উদ্ধার হয়।

স্থানীয়দের দাবি, রাতে দুজনের মধ্যে বচসা বাঁধে। রোহিত ওই তরুণীকে মারধর করে খালে ফেলে দিয়েছে। এরপরই ডুবুরি নামিয়ে খালে তল্লাশি শুরু হয়। স্কুটার চালানোর শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তা খালে পড়ে গেছেন কি-না তাও খতিয়ে দেখছে পুলিশ।

অবশেষে খাল থেকেই উদ্ধার হলো নিখোঁজ তরুণীর দেহ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen