SSC: স্কুল সার্ভিসের ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে দায়ের সব রিভিউ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে

এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের পুনর্বিবেচনার সব আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

August 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৬: এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে পুনর্বিবেচনার সব আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলার রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার (State Governor) ও স্কুল সার্ভিস কমিশন (SSC)। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

নিয়োগে অনিয়মের অভিযোগে এবছর এপ্রিলে ২০১৬ সালের এসএসসির নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এদিন শীর্ষ আদালত জানিয়েছে, এই রায় পুনর্বিবেচনার প্রয়োজন নেই। ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরিতে ফের বহাল হওয়ার রাস্তা প্রায় বন্ধ।

নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে গত ৩ এপ্রিল প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়। ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, বাতিল হয়ে যায় ২০১৬ সালের পুরো প্যানেল। যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে না পারার কারণেই বাতিল হয় ওই প্যানেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen