প্রবল বর্ষণে মুম্বইয়ে মনোরেলে বিপর্যয়! ৪০০ যাত্রী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে ট্রেন, চলছে উদ্ধার কাজ

মুম্বইয়ে মনোরেলে বিপর্যয়। প্রবল বর্ষণে মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ বিপর্যয়ে প্রায় দু’ঘণ্টা আটকে পড়ে মনোরেল।

August 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:২৫: মুম্বইয়ে মনোরেলে বিপর্যয়। প্রবল বর্ষণে মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ বিপর্যয়ে প্রায় দু’ঘণ্টা আটকে পড়ে মনোরেল। সেই সময় ওই ট্রেনে অন্তত ৪০০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট নাগাদ চেম্বুর ও ভক্তি পার্কের মাঝামাঝি জায়গায় মনোরেলটি বিকল হয়ে পড়ে। এতে প্রায় ৪০০ জন যাত্রী ভেতরে আটকা পড়েছিলেন। পরে দমকল বাহিনী এসে প্রায় ৩০০ যাত্রীকে উদ্ধার করে।

ল্যাডার দিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস জানিয়েছেন, সকলকেই নিরাপদে উদ্ধার করা হবে। কেউ আতঙ্কিত হবেন না। উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে জানান, হারবার লাইনে ট্রেন পরিষেবা প্রবল বর্ষণে বন্ধ। যার ফলে ব্যাপক ভিড় হয়ে যায় মনোরেলে। ওই অতিরিক্ত ভিড়ের চাপেই মনোরেল একদিকে কিছুটা হেলে পড়ে। ফলে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটে পরিস্থিতি জটিল হয়। ট্রেনটি আটকে পড়ার পর ভিতরের যাত্রীরা প্রত্যাশিতভাবেই আতঙ্কিত হয়ে পড়েন। বিদ্যুৎ ও এসি বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্ক বাড়ে। অনেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন এবং কেউ কেউ ট্রেনের জানালা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন। কয়েকজন যাত্রী কামরার ভেতরে অজ্ঞানও হয়ে যান। পরে তাদের অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় হাসপাতালে। উল্লেখ্য, মুম্বই হল ভারতের একমাত্র শহর যেখানে মনোরেল ব্যবস্থা চালু আছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen