Delhi: দিল্লির মুখ্যমন্ত্রী খেলেন ‘চড়’, প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা
জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সেই সময় নাগরিকদের সঙ্গে কথা বলছিলেন এবং তাঁদের সমস্যা শুনছিলেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Delhi CM Rekha Gupta) জনগণের সঙ্গে কথা বলার কর্মসূচি (Jan Sunwai) চলাকালীন হামলার শিকার হয়েছেন। জানা যাচ্ছে, এই কর্মসূচি চলাকালীন এক অভিযোগকারী তাঁকে চড় মারে। এই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে বুধবার, ২০শে অগাষ্ট সকালে সিভিল লাইন্সে (Civil Lines) মুখ্যমন্ত্রীর বাসভবনে সরকারি কর্মসূচির সময়।
সংবাদসূত্রে জানা যাচ্ছে, এই হামলায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আহত হননি। দিল্লি পুলিশ (Delhi Police) ইতিমধ্যেই আক্রমণকারীকে আটক করেছে।
আরও জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সেই সময় নাগরিকদের সঙ্গে কথা বলছিলেন এবং তাঁদের সমস্যা শুনছিলেন। এমন সময় বছর ৩০-এর এক যুবক হঠাৎ এগিয়ে আসেন, মুখ্যমন্ত্রীর হাতে একটি কাগজের টুকরো দেন এবং খুব উচ্চস্বরে কথা বলতে শুরু করেন। তিনি অশ্লীল ভাষাও ব্যবহার করেন এবং শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীকে থাপ্পড় মারেন। কিন্তু কী কারণে এই কাণ্ড ঘটালেন যুবক, তা জানা যাচ্ছেনা।
এই ঘটনা দেখিয়ে দিল যে বিজেপি-শাসিত দিল্লিতে তাঁদেরই মহিলা মুখ্যমন্ত্রী নিরাপদ নন। এই ঘটনা প্রশ্ন তুলেছে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। উল্লেখ্য, দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ হওয়া সত্ত্বেও এমন একটি ঘটনা সকলকে স্তম্ভিত করে দিয়েছে। প্রশ্ন উঠছে, বিরোধী সাংসদরা আন্দোলন করলে তার খবর দিল্লি পুলিশ আগেভাগে পেয়ে যায়, আর এরকম একটি ব্যক্তি যে মুখ্যমন্ত্রীর সামনে যাচ্ছে, তার ঠিক করে যাচাই হলোনা? যে দিল্লি পুলিশ স্বয়ং তাঁদের মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে পারেনা, তারা কী ভাবে মানুষের সুরক্ষা নিশ্চিত করবেন?