শাহী ফরমান: SIR-র সময় BLOদের উপর নজরদারি চালাবে BJP কর্মীরা

ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে উত্তাল গোটা দেশ।

August 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে উত্তাল গোটা দেশ। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। শোনা যাচ্ছে, বাংলা সহ গোটা দেশেই SIR হবে। এই আবহে ভোটার তালিকা সংশোধনের কাজে যে দলীয় কর্মীরা নিযুক্ত হবেন, তাঁদের জন্য নয়া ফরমান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচন কমিশন রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করলে সেখানে বিভিন্ন দলের প্রতিনিধিদের উপস্থিত থাকতে হবে। বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি যাবেন। সেই সময় বিজেপি প্রতিনিধিদের হাজির থাকা বাধ্যতামূলক করা হয়েছে। BLOরা নিয়ম মেনে কাজ করছেন কি-না, সে বিষয়ে নজরদারি চালাবেন তাঁরা।

অমিত শাহ নির্দেশ দিয়েছেন, Voter list-র ত্রুটি-বিচ্যুতি সংক্রান্ত অভিযোগ দলের ‘সরল আ্যপ’-এ নথিভুক্ত করতে হবে। বিজেপির নির্বাচন সংক্রান্ত দলীয় পরিসংখ্যানের ব্যাঙ্ক এই অ্যাপ। দেশজুড়ে বিজেপির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ চলে এই অ্যাপের মাধ্যমে। সম্প্রতি দিল্লিতে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে এই ফরমান জারি করেছেন শাহ।

ধারাবাহিকভাবে অ্যাপে নাথিভুক্ত করার প্রক্রিয়া চলবে। রোজ দলের নেতাদের তা আপডেট করবে, হবে জানাতে হবে স্টেটাস। ‘সরল অ্যাপে’ নথিভুক্ত তথ্য বিশ্লেষণ করে কেন্দ্রীয় নেতারা ঠিক করবেন, কোন ইস্যু নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে। দলীয় কর্মীদের জেলায় জেলায় প্রশিক্ষণ দেবে বিজেপি। সূত্রে খবর, আগস্টের শেষে বা সেপ্টেম্বরের গোড়ায় বাংলায় ভোটার তালিকা সংশোধন কাজ শুরু করতে পারে নির্বাচন কমিশন। সেই মতো বঙ্গ বিজেপিকে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখার বার্তা দিয়েছেন শাহ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen