লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল অনলাইন গেমিং বিল, শাস্তি কোটি টাকা জরিমানা ও তিন বছরের জেল
বুধবার সংসদে পেশ করা প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং খসড়া আইন ধ্বনি ভোটে পাশ হয়ে গেল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১০: অনলাইনে গেমে বিপুল লেনদেন, প্রতারণা এবং আসক্তি নিয়ন্ত্রণ করতে নয়া বিল পেশ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বুধবার সংসদে পেশ করা প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং খসড়া আইন ধ্বনি ভোটে পাশ হয়ে গেল।
বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামান্য কিছু কথার মধ্য দিয়ে লোকসভায় পেশ হওয়া বিল নিয়ে বিরোধীরা তীব্র আপত্তি তোলেন। ধ্বনি ভোটে পাশ হওয়ার পরই লোকসভা দিনের মতো মুলতুবি ঘোষণা হয়। এই খসড়া আইনে অনলাইন গেমিংয়ের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারির কথাও রয়েছে। উল্লেখ্য, দেশের বিখ্যাত অভিনেতা-খেলোয়াড়দের এই বিজ্ঞাপনে দেখা যায়। এছাড়াও ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলিকে অর্থ হস্তান্তর বন্ধ করার বিধিও থাকছে।
গত কয়েক বছর ধরেই ভারতে অনলাইন গেমিং শিল্পকে একটি উদীয়মান ক্ষেত্র হিসাবে দেখা হচ্ছে। অনলাইন গেমে বাজি ধরার পিছনে প্রতি মাসে ভারতে গড়ে ১০ হাজার কোটি টাকার লেনদেন হয়। তাই গত কয়েক বছরে গেমিং শিল্পে ছাতার মতো গজিয়ে উঠেছে বহু ছোট-বড় সংস্থা।
ওই বিলে যা যা আছে-
কেন্দ্রের প্রস্তাবিত বিলে বলা হচ্ছে, অনলাইনে বেটিং সংস্থা চালানো অপরাধ।
কোনওরকম অস্বীকৃত বেটিং অ্যাপ বা গেমের বিজ্ঞাপন বা প্রমোশন করা যাবে না। তাতে জরিমানা হতে পারে।
অস্বীকৃত অনলাইন অ্যাপে রোজগার করা টাকা, বা ওই ধরনের কোনও অ্যাপে টাকা বিনিয়োগ ব্যাঙ্কের মাধ্যমে করা যাবে না। অর্থাৎ অস্বীকৃত অ্যাপে ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করা যাবে না।
বেআইনি বা অস্বীকৃত বেটিং অ্যাপ, বা রিয়াল মানি গেমিং অ্যাপ চালালে সেই ব্যক্তিকে কড়া শাস্তির মুখে পড়তে হবে।
আর্থিক লেনদেনে সংযুক্ত অস্বীকৃত অনলাইন গেম নিষিদ্ধ ঘোষণা করা হবে।