কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ শিয়ালদহে

ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিয়ালদহ রেল ব্রিজ চত্বরে।

August 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫৩: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শিয়ালদহের হিন্দিভাষী ব্যববাসীদের বিরুদ্ধে। অভিযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক ছাত্র মোবাইলের সরঞ্জাম কিনতে যান শিয়ালদহ ব্রিজের নীচে এক দোকানে। সেখানে দাম প্রসঙ্গে তাঁর বচসা বাঁধে দোকানদারের সঙ্গে। অভিযোগ, দোকানদার হিন্দিভাষী ছিলেন এবং পড়ুয়াকে বাংলা বলার জন্য গালাগালি করেন এবং বাংলাদেশি বলে দাবি করে হামলা চালান।

ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিয়ালদহ রেল ব্রিজ চত্বরে। গুরুতর জখম ৪ ছাত্র মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা। গুরুতর জখম ছাত্রদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে। রাতেই তারা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রসঙ্গত, গত কিছুদিন ধরে ভিনরাজ্যে বাংলা বলায় শ্রমিকদের বাংলাদেশি তোপ দেগে অত্যাচারের অভিযোগ উঠছে। এসবের মাঝে খাস কলকাতায় এহেন ঘটনা বহু প্রশ্ন তুলে দিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen