এবার সুপ্রিম দরবারে ‘ভোটচুরি’ ইস্যু, বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি Supreme Court-এ
৭ আগস্ট রাহুল গান্ধী যে অভিযোগগুলি করেছেন সেগুলি ভারতীয় গণতন্ত্রের ভিত নাড়িয়ে দেওয়ার মতো।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৮: ‘ভোটচুরি’ ইস্যুতে তুঙ্গে বিতর্ক। এবার জল গড়াল দেশের শীর্ষ আদালতে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এনেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার সেই অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে মামলা দায়ের হল দেশের শীর্ষ আদালতে। মামলাকারীদের দাবি, সুপ্রিম কোর্টের প্রাক্তন কোনও বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করা হোক।
এক আইনজীবী জনৈক রোহিত পাণ্ডে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁর মতে, ৭ আগস্ট রাহুল গান্ধী যে অভিযোগগুলি করেছেন সেগুলি ভারতীয় গণতন্ত্রের ভিত নাড়িয়ে দেওয়ার মতো। রাহুলের অভিযোগ সত্যি হলে তা বিরাট অপরাধমূলক ষড়যন্ত্র। বিজেপি-নির্বাচন কমিশন যৌথভাবে কর্নাটকের একটি কেন্দ্রে ভোটার তালিকায় কারচুপি করেছে, তা দেখিয়ে দিয়েছেন রাহুল। মামলাকারীর দাবি, যতদিন না অভিযোগের নিরপেক্ষ তদন্ত হচ্ছে ততদিন পর্যন্ত SIR নিয়ে কোনও অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত যাতে নির্বাচন কমিশন না-নিতে পারে সে নিয়েও নির্দেশ দিক আদালত।
উল্লেখ্য, ৭ আগস্ট ভোটার তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ করেন লোকসভার বিরোধী দলনেতা। তথ্য-পরিসংখ্যান দিয়ে তিনি দেখান মোট ছ’রকম উপায়ে ভোটচুরি হচ্ছে। কংগ্রেস নেতার অভিযোগ, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে বহু আসনে ভোটচুরি করে জিতেছে। বার বার এই অভিযোগে সরব হয়েছে রাহুল। রবিবার থেকে বিহারে ভোট অধিকার যাত্রাও শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা।
রাহুলের অভিযোগগুলির জবাব দিতে রবিবার সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। ভোটার তালিকায় যে ত্রুটি রয়েছে, তা মেনেও নিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, ত্রুটি সংশোধন করতেই বিহারে SIR করা হচ্ছে। রাহুল যে অভিযোগগুলি করেছেন সেগুলির জন্য কোনও তদন্ত কমিটি গঠন করা হয়নি। রাহুলের অভিযোগের জবাবও দেয়নি। এমনকী সেদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নও এড়িয়ে গিয়েছে কমিশন।