Dilip Ghosh: আবারও মোদীর সভায় ব্রাত্য দিলীপ, বাড়ছে জল্পনা
এর আগেও বহুবার দেখা গিয়েছে, সরকারি অনুষ্ঠানে দিলীপ ঘোষকে ডাকা হয়নি। কেন তাঁকে এইভাবে সরিয়ে রাখা হচ্ছে, সে বিষয়ে কখনোই কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি দল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দমদমের সভায় (public meeting) আমন্ত্রণ পেলেন না বাংলার বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাঁকে কোনো আমন্ত্রণই (invitation) পাঠানো হয়নি, তাই তিনি সেই সভায় যাবেন না।
শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি (State President) হওয়ার পর রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছিল যে দলীয় কর্মকাণ্ডে (party activities) দিলীপ ঘোষ তাঁর পুরনো গুরুত্বপূর্ণ স্থান ফিরে পাবেন। কিন্তু এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল, তিনি এখনও দলেই ব্রাত্য হয়ে রয়েছেন।
আগামীকাল ২২শে অগাষ্ট কলকাতা সফরে (Kolkata visit) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রোর একাংশের উদ্বোধনের (metro inauguration) পর দমদমে একটি জনসভা (mass rally) করবেন তিনি। এই সভাকে ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
সাংবাদিকরা এই বিষয়ে জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন, সরকারি কোনো অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি আরও বলেন যে, সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ দরকার, আমাকে আমন্ত্রণ জানানো হয়নি, তাই যাচ্ছি না। তিনি এই প্রশ্ন এড়িয়ে যান যে তিনি সভায় যাবেন কি যাবেন না। বরং বলেন, যেতেও পারি, নাও যেতে পারি, আমি কোথায় যাব সেটা পার্টি ঠিক করে, আমি করি না। দলের কর্মসূচি হলে সেটা দলই ঠিক করে, আমি করি না। দলের বাইরে হলে আমি ঠিক করি।
দিলীপ ঘোষ এই সময়ে নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, “আমি এখন দলের একজন সাধারণ কর্মী (ordinary worker), দল যাকে যে কাজ দিচ্ছে, সে সেই কাজ করছেন। আমরা প্রস্তুত থাকি, দল যেমন নির্দেশ দেয়, আমরা কাজে লেগে পড়ি।”
এর আগেও বহুবার দেখা গিয়েছে, সরকারি অনুষ্ঠানে দিলীপ ঘোষকে ডাকা হয়নি। কেন তাঁকে এইভাবে সরিয়ে রাখা হচ্ছে, সে বিষয়ে কখনোই কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি দল। তবে দিলীপ ঘোষ ও দলীয় নেতৃত্বের মধ্যে দূরত্ব যে ক্রমশ বাড়ছে, এই ঘটনা থেকে সেটাই স্পষ্ট হয়ে যায়।