জম্মুতে খাদে পড়ল বৈষ্ণোদেবী মন্দিরগামী তীর্থযাত্রীদের বাস, মৃত এক, আহত ৩৯
বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে জম্মুতে খাদে পড়ল তীর্থযাত্রীদের বাস।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৬: বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে জম্মুতে খাদে পড়ল তীর্থযাত্রীদের বাস। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ৩৯ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। আহতদের পুণ্যার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের কাটরা থেকে বৈষ্ণোদেবীর মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি।
জম্মু থেকে পাঠানকোটগামী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। চাকা পিছলে গাড়িটি ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার জেরে এক জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃত তীর্থযাত্রীর নাম ইকবাল সিং আমরোহা। অন্যদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৯ জন। যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতরা সাম্বার এক হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত ৭ জন তীর্থযাত্রীকে বিজয়পুর এইমসে নিয়ে যাওয়া হয়ছে।
X হ্যান্ডেলে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দপ্তরের তরফে মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, “সাম্বা জেলায় মাতা বৈষ্ণোদেবীর তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনায় এক জনের মৃত্যু এবং আরও অনেক মানুষ আহত হওয়ায় মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন।”