FIR নয়, নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) তথাগত মণ্ডল, ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে

August 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.৩২: ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। রাজ্য এই সিদ্ধান্ত নেওয়ার পর তার বিস্তরিত রিপোর্ট পাঠিয়ে দিয়েছে নির্বাচন সদনে।

ভোটার তালিকায় অবৈধ ভাবে নাম তুলে দেওয়ার অভিযোগে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড (নিলম্বিত) করে তাঁদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবকে ওই নির্দেশ দেওয়া হয়। কমিশন সূত্রে খবর, ওই নির্দেশ মেনে রিপোর্ট পাঠিয়েছেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, ওই চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

ভোটার তালিকায় নাম নথিভুক্তির কাজে গাফিলতির অভিযোগ উঠেছিল বারুইপুর পূর্বের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) দেবোত্তম দত্ত চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) তথাগত মণ্ডল, ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে। কমিশন তাঁদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেও এখনই সে পথে হাঁটেনি নবান্ন।

ইআরও শাস্তি ইস্যুতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে গত সপ্তাহে দিল্লিতে তলব করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী পৌঁছে গিয়েছিলেন তিনি। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ঘণ্টা খানেক বৈঠক করেন। সূত্রের খবর, সে সময় মুখ্যসচিব জানিয়েছেন, কমিশনের নির্দেশের পর রাজ্য সরকার অভ্যন্তরীণ তদন্ত করে বিষয়টি কার্যকর করতে চাইছে। তা না হলে রাজ্যের সমস্ত আধিকারিকদের মধ্যে বিরূপ বার্তা যাবে। সূত্রের খবর, রাজ্যের সিদ্ধান্তকে তখন স্বাগত জানিয়েছিল কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen