The Ba***ds of Bollywood: শাহরুখ পুত্র আরিয়ান খানের হাত ধরে প্রত্যাবর্তন জনপ্রিয় অভিনেতার

২০২৩ সালে দুর্দান্ত কামব্যাক হয়েছিল শাহরুখ খান, সানি দেওল, ববি দেওল, ধর্মেন্দ্রর মতো সুপারস্টারদের।

August 22, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: ২০২৩ সালে দুর্দান্ত কামব্যাক হয়েছিল শাহরুখ খান, সানি দেওল, ববি দেওল, ধর্মেন্দ্রর মতো সুপারস্টারদের। এবার ২০২৫ সালে শাহরুখ পুত্র আরিয়ান খানের পরিচালনায় ‘The Ba***ds of Bollywood’-এর বহুল প্রতীক্ষিত প্রিভিউ বুধবার মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানে উন্মোচিত হয়েছে এবং এটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। সলমন খান, করণ জোহর, ববি দেওল, মনোজ পওয়া, লক্ষ লালওয়ানি, রাঘব জুয়াল ছাড়াও আছেন আরেক জনপ্রিয় অভিনেতা যাকে বলিউড ভুলে গেছিল। প্রায় বহু বছর পর অভিনেতা হিসেবে ত্যাবর্তন হল তাঁর বলিউডে আরিয়ান খানের হাত ধরে। সেই অভিনেতার নাম রজত বেদি।

অভিনেতা রজত বেদীর অভিনয় জীবন শুরু করণ অর্জুন সিনেমা দিয়ে। আশ্চর্য লাগছে শুনে? ভাবছেন রজত বেদী করণ অর্জুন সিনেমা কোথায় ছিলেন? এই সিনেমায় তিনি অভিনয় করেননি কিন্তু একশন দৃশ্যের জন্য শাহরুখ খানের বডি ডবল হিসেবে কাজ করেছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে ইন্টারন্যশনাল খিলাড়ি, খামোশ খৌফ কি রাত, রকি দা রেবেল, হিরো- দা লাভ স্টোরি অফ এ স্পাই, কই মিল গ্যায়া, পার্টনার এর মতো সিনেমা। রজত বেদীর জনপ্রিয় চরিত্র হল কই মিল গ্যায়া সিনেমার রাজ সাক্সেনা। রজত প্রায় সব সিনেমায় খলনায়ক চরিত্রেই অভিনয় করেছেন। টেলিভিশন জগতে দুটি জনপ্রিয় সিরিয়ালেও অভিনয় করেছেন। বলিউডে কাজ পাচ্ছিলেন না তাই চলে যান ভ্যানকুভার কানাডায়। সেখানে কিছু বছর ব্যবসা করেন। ২০১৫ সালে কিছু পঞ্জাবি সিনেমা প্রযোজনাও করেন।

‘The Ba***ds of Bollywood’-এর জমকালো অনুষ্ঠানে যখন শাহরুখ খান একে একে পরিচয় করিয়ে দিচ্ছেন তখন হঠাৎ মঞ্চে আসেন রজত বেদী। তাঁকে দেখে উপস্থিত সকলে চমকে যান এবং উচ্ছ্বসিত হয়ে পড়েন। শাহরুখ ও রজতের মধ্যে মজার কথপোকথন হয় এবং জানা যায় তিনি এই শোতেও খলনায়ক হচ্ছেন এবং তাঁর চরিত্রের নাম Jaraj Saxena। শাহরুখ খান সকলকে জানান এই চরিত্রটি দর্শকের খুব পছন্দ হবে এবং আশা করছেন ইন্ডাস্ট্রিতে আরও কাজ পাবে এবার থেকে রজত বেদী। বলিউড তাঁকে ভুলে গেলেও মনে রেখেছেন সুপারস্টার শাহরুখ খান ও আরিয়ান খান। এই কামব্যাক দেখে সিনেমাপ্রেমীরা উৎসাহিত। এবার দেখা যাক ‘The Ba***ds of Bollywood’-এ JarajSaxena দর্শকদের মন জয় করতে পারেন কিনা! The ‘Ba***ds of Bollywood’ নেটফ্লিক্সে দেখা যাবে ১৮ই সেপ্টেম্বর, ২০২৫-এ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen