মোদীর সভায় আমন্ত্রণ জোটেনি, সাতসকালে বেঙ্গালুরু উড়ে গেলেন দিলীপ
আজ, ২২ আগস্ট বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী। মেট্রোর নয়া তিনটি রুটের উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪২: আজ, ২২ আগস্ট বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী। মেট্রোর নয়া তিনটি রুটের উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি। মোদীর সফর ঘিরে কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে, এবার কি আমন্ত্রণ পাবেন দিলীপ ঘোষ? সাম্প্রতিক সময়ে মোদী, অমিত শাহের সভায় ডাক পাচ্ছেন না দিলীপ।
বৃহস্পতিবার নিজেই জল্পনার অবসান ঘটিয়েছেন দিলীপ। তিনি জানান, তাঁকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারেন, নাও যেতে পারেন। তিনি কোথায় যাবে, তা তিনিই ঠিক করেন, এবারেও তিনিই ঠিক করবেন। তবে দলের নির্দেশ মেনে তিনি কাজ চালিয়ে যাবেন বলে ফের স্পষ্ট করে দেন দিলীপ।
আজ, শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। জানা যাচ্ছে, বেঙ্গালুরু চলে গিয়েছেন তিনি। তবে দিলীপের দাক্ষিণাত্য যাত্রার কারণ জানা যায়নি। বিমানবন্দরে দাঁড়িয়ে অভিমানী দিলীপ বললেন, “মোদী কী বলছেন তা শুনতে সভায় থাকার তো দরকার নেই। মোবাইলেও শোনা যাবে।” তাঁর গলায় স্পষ্ট অভিমান ঝরে পড়েছে।