Bihar SIR: আধার অথবা ১১টি নথি নিন, নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

আদালতের এই নির্দেশ ও মন্তব্য সেই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে স্বচ্ছ ও সর্বসাধারণের জন্য সুবিধাজনক করতে সাহায্য করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

August 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২০: শুক্রবার বিহারের এসআইআর (Special Summary Revision) সংক্রান্ত একটি আবেদন শুনানির সময় নির্বাচন কমিশনকে (Election Commission) ১১টি নথি অথবা আধার কার্ড (Aadhar card) গ্রহণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত এই পুরো প্রক্রিয়াকে ভোটার-বান্ধব (voter friendly) করারও তাগিদ দিয়েছে।

বিহারের ভোটার লিস্ট সংশোধন (SIR) প্রক্রিয়ায় যে সব ভোটারের নাম বাতিল হয়েছে, তার সংশোধনের জন্য রাজনৈতিক দলগুলি (political parties) এগিয়ে না আসায় সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করেছে।

বিহারের এসআইআরে যে সকল ভোটারের নাম বাতিল হয়েছে, তাঁরা যেন আধার কার্ড বা অন্য কোন গ্রহণযোগ্য নথি (acceptable documents) জমা দিয়ে অনলাইনে (online) তাদের দাবি পেশ করতে পারেন, সেই অনুমতি দিতে চলেছে সুপ্রিম কোর্ট।

আদালত নির্বাচন কমিশনের জমা দেওয়া রিপোর্টের (submission) প্রসঙ্গ টেনে উল্লেখ করেছে যে বিহারের এসআইআরে ৮৫,০০০ নতুন ভোটার (new voters) নথিভুক্ত হয়েছেন, কিন্তু রাজনৈতিক দলগুলির বুথ-স্তরের এজেন্টদের (booth-level agents) তরফে মাত্র দু’টি আপত্তি (objections) দায়ের করা হয়েছে, যা অত্যন্ত নগণ্য। আদালতের এই নির্দেশ ও মন্তব্য সেই রাজ্যে ভোটার তালিকা (voter list) সংশোধনের প্রক্রিয়াকে স্বচ্ছ ও সর্বসাধারণের জন্য সুবিধাজনক করতে সাহায্য করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen