অবশেষে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ! প্রথম হয়েছে অনিরুদ্ধ চক্রবর্তী

ওবিসি সার্টিফিকেট ইস্যুতে দীর্ঘ টানাপোড়েনের পর প্রকাশিত হলো ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল।

August 22, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২০: জয়েন্টের ফল প্রকাশ নিয়ে অবশেষে কাটল জটিলতা । ওবিসি সার্টিফিকেট ইস্যুতে দীর্ঘ টানাপোড়েনের পর প্রকাশিত হলো ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। আর সেই মেধাতালিকার প্রথমেই নাম পার্ক সার্কাসের ডন বসকো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তীর। দ্বিতীয় স্থানে রয়েছেন কল্যাণীর মডেল হাই স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস। তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছেন রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দুই ছাত্র—দিশান্ত বসু এবং অরিত্র রায়।

৭ অগস্ট ফলপ্রকাশ হওয়ার কথা থাকলেও, আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। আসল সমস্যার মূলে ছিল ২০১০ সালের পর প্রদত্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের হাই কোর্টের রায়। হাই কোর্ট জানায়, ২০১০ সালের আগে স্বীকৃত ৬৬টি সম্প্রদায়ের ভিত্তিতে নতুন মেধাতালিকা তৈরি করতে হবে। যাদের সার্টিফিকেট ২০১০ সালের পর দেওয়া হয়েছে, তারা কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন না। এই সিদ্ধান্তে বিপাকে পড়ে কয়েক লক্ষ পরীক্ষার্থী, যাদের মধ্যে একাধিক জন মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য জয়েন্টে বসেছিলেন।

প্রথমে কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে ফলপ্রকাশ আটকে যায়। সেই অবস্থায় উদ্বেগ বাড়তে থাকে পুরো রাজ্যজুড়ে। পরিস্থিতি সামাল দিতে বিষয়টি পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হয়। শুক্রবার অন্তর্বর্তীকালীন রায়ে সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে।

এরপরই সব জট কাটিয়ে নির্ধারিত সময় দুপুর ২ আধা ঘন্টা আগেই প্রকাশিত হয় জয়েন্ট এন্ট্রান্সের ফল। রাজ্যের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফেরে। দীর্ঘ দুশ্চিন্তার পর অবশেষে মেধাতালিকা হাতে পেয়ে অনেকের মুখে হাসি ফুটেছে।

কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিতেই দুপুরে ফলপ্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোধ। এত দ্রুততার সঙ্গে কাজ করার জন্য রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen