সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ভারতীয় ফুটবলে আশার আলো,ISL সংকটের সমাধান কি আর মাত্র এক সপ্তাহে?
ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে বড়সড় সমস্যা চলছে বর্তমানে। এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালতও হস্তক্ষেপ করেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে বড়সড় সমস্যা চলছে বর্তমানে। এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালতও হস্তক্ষেপ করেছে। শুক্রবার সুপ্রিম কোর্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)-কে নির্দেশ দিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই বসে এই সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে। বিচারপতি পি. এস. নারসিমহা ও বিচারপতি জয়মাল্য বাগচির বিশেষ বেঞ্চ জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে ২৮শে আগস্ট।
মূল সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA)। ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর প্রশাসনিক ভিত মূলত এই চুক্তির ওপর দাঁড়িয়ে। বর্তমান MRA-এর মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। কিন্তু ভবিষ্যতে এই চুক্তি কীভাবে চলবে, তা নিয়ে এখনও সমঝোতায় পৌঁছতে পারেনি AIFF ও FSDL। এই জটিলতার জেরেই চলতি বছরের ১১ জুলাই ২০২৫-২৬ মরশুমের ISL স্থগিত রাখা হয়।
এর ফলে বড় সমস্যায় পড়েছে এই লিগের অংশগ্রহণকারী ক্লাবগুলো। ১৩টি আইএসএল ক্লাবের মধ্যে ইতিমধ্যে ১১টি ক্লাব জানিয়েছে, লিগ হওয়ার নিশ্চয়তা না পেলে তারা দল গঠন ও দলের সমস্ত কাজ বন্ধ রাখবে। ইতিমধ্যেই অনেক ক্লাব সাময়িকভাবে দলের কাজ স্থগিত রেখেছে। এই পরিস্থিতিতে শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ সব পক্ষকে কিছুটা হলেও আসার আলো দেখিয়েছে।
আদালতের এই সিদ্ধান্ত অবশ্য গত এপ্রিলে দেওয়া আগের নির্দেশনার থেকে একেবারে ভিন্ন। তখন সুপ্রিম কোর্ট বলেছিল, AIFF যেন নতুন করে FSDL-এর সঙ্গে কোনও আলোচনায় না বসে, যতক্ষণ না আদালত ফেডারেশনের সংবিধান নিয়ে রায় দিচ্ছে। কিন্তু আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এবার আদালত কার্যত নিজের অবস্থান পাল্টে নিল।
এখন নজর থাকবে AIFF ও FSDL-এর আলোচনার দিকে। তারা কোনও সমঝোতায় পৌঁছতে পারে কি না, তাই নির্ধারণ করবে ভারতের শীর্ষ লিগের ভাগ্য। সুপ্রিম কোর্ট যে ডেডলাইন বেঁধে দিয়েছে, তা ভারতীয় ফুটবলের জন্য হয়তো আগামী এক সপ্তাহকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।