SSC-তে বসবেন ছ’লক্ষ পরীক্ষার্থী, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে কী কী প্রস্তুতি নিচ্ছে নবান্ন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.৫৫: আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর SSC পরীক্ষা হওয়ার কথা। রাজ্যজুড়ে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী আসন্ন এসএসসি (SSC) পরীক্ষায় বসবেন। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে নবান্ন (Nabanna) একাধিক নির্দেশ জারি করেছে।
পরীক্ষার দিন রাস্তায় যানবাহনের ঘাটতি হতে পারে, যানজট হওয়ার সম্ভাবনাও থাকছে, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম সতর্কতা নেওয়া হয়েছে রাজ্যের তরফে। পরীক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য অনুরোধ করতে পারে।
বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের আশপাশে যাতে জল না-জমে, সেজন্য জেলাশাসকদের বিশেষ পদক্ষেপ করতে বলা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের আগে ফ্রিসকিং বাধ্যতামূলক করা হয়েছে। প্রশ্নপত্র যখন পরীক্ষাকেন্দ্রে পৌঁছবে, তখন সেখানে একজন সরকারি আধিকারিক উপস্থিত থাকবেন। সেই সরকারি আধিকারিককেই পরীক্ষা-সংক্রান্ত সমস্ত দায়িত্ব নিতে হবে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন।