উদ্বোধনের দিনে প্রতিবাদ মেট্রোপ্রকল্পের জেরে বউবাজারের গৃহহীনদের, প্রশ্ন ‘কবে ফিরে পাবেন বাড়ি’?
গৃহহীনদের অভিযোগ, বাড়ি ফিরে পাব, কবে থেকেই শুনছি। কিন্তু ফিরে পাচ্ছি কই। এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছিল। শুনে যাচ্ছি বাড়ি ফেরত পাব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৬: আজ মেট্রো রেলের নয়া রুটের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী, অন্যদিকে প্রতিবাদ-অবস্থান করছেন বউবাজারের দুর্গা পিতুরী লেনের গৃহহীনেরা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছে বউবাজার। কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা পিতুরী লেন ও স্যাঁকরাপাড়া লেনে ঘটে অঘটন। টানেল বোরিং মেশিন দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার সময় ভেঙে পড়ে একাধিক বাড়ি। অনেক বাড়িতে ফাটল ধরে। কয়েক পুরুষের বাড়ি ছেড়ে বাসিন্দাদের উঠতে হয় ভাড়া বাড়িতে। অনেকেই বাড়ি ফেরেননি। শুক্রবার তিন সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করলেন মোদী, আর বিবি গাঙ্গুলি রোডে প্রতিবাদ দেখালেন প্রায় দুশো জন মানুষ, যাঁরা গৃহহীন হয়েছেন মেট্রো প্রকল্পের জেরে। তাঁদের দাবি, কবে তাঁরা বাড়ি ফিরবেন তা জানাতে হবে।
বউবাজারের গৃহহীনরা শুক্রবার বিকেল তিনটে থেকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। প্রায় দুশোজন সামিল হয়েছেন প্রতিবাদে। তাঁদের প্রশ্ন, কবে বাড়িতে ফিরতে পারবেন তাঁরা। বউবাজারে দূর্গা পিতুরী লেনে ঢোকার মুখেই মঞ্চ বেঁধে হবে এই কর্মসূচি চলছে। গৃহহীনদের অভিযোগ, বাড়ি ফিরে পাব, কবে থেকেই শুনছি। কিন্তু ফিরে পাচ্ছি কই। এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছিল। শুনে যাচ্ছি বাড়ি ফেরত পাব।
কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের দাবি, বউবাজারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। যে সব বাড়ি ভেঙে পড়েছে বা ভাঙা পড়েছিল, সবগুলো তারাই তৈরি করে দেবেন। টেন্ডারের কাজ চলছে। তাড়াতাড়ি বাড়ি তৈরি শুরু হবে। কেএমআরসিএল সূত্রে খবর, মেট্রোর কাজে বউবাজারে ২১টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে। ৩টি বাড়ি মেট্রোর কাজের জন্য ভেঙে ফেলা হয়। সূত্রের খবর, বউবাজারে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত চব্বিশটি বাড়ি নতুন করে তৈরি করে দেবে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু কবে?