জেলাওয়াড়ি বৈঠকে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের নেতৃত্বকে হাতে হাত মিলিয়ে কাজের বার্তা অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৪৫: আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ, শুক্রবার, বাঁকুড়া এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তিনি। জেলার নেতাদের হাতে হাত মিলিয়ে কাজ করার নিদান দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও উপস্থিত ছিলেন বৈঠকে।
সূত্রের খবর, বাঁকুড়া এবং বিষ্ণুপুর জেলার নেতৃত্বকে অভিষেক (Abhishek Banerjee) সাফ জানিয়ে দেন, সাংগঠনিকভাবে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে সকলকে। যেসব এলাকায় এখনও কাজ বাকি আছে, সেখানে প্রাধান্য দিতে হবে। দলের সর্বস্তরের কর্মীদের নিয়ে মাঠে নামতে হবে। বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে, তাঁদের সমস্যার কথা শুনতে হবে। সমস্যাগুলির দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে। রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলিকে আরও বেশি করে প্রচারের আলোয় আনার বার্তাও দেন অভিষেক।
তিনি বলেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে স্থানীয় নেতৃত্ব-জনপ্রতিনিধিদের উপস্থিত থাকতে হবে। বুথে লাগাতার কর্মসূচি নিতে হবে। ছোট ছোট মিটিং করতে হবে। নতুন মুখ তুলে আনার দিকেও জোর দেন অভিষেক। নতুন, পুরনো নেতৃত্বের মধ্যে সমন্বয়ের বার্তাও দেন অভিষেক। ব্লক সভাপতির পদ নিয়ে কারও আপত্তি থাকলে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। প্রকাশ্যে বিক্ষোভ বরদাস্ত করা হবে না বলেই সতর্ক করেন তিনি। বৈঠকে দুই জেলার সভাপতি, চেয়ারম্যান, যুব সভাপতি, মহিলা সভানেত্রী, শ্রমিক সংগঠনের সভাপতি, একাধিক বিধায়ক-মন্ত্রী উপস্থিত ছিলেন।