Lionel Messi: ভারত আসছেন মেসি! কেরলে প্রীতি ম্যাচে নামবে আর্জেন্টিনা
এটি হবে প্রায় দেড় দশক পর আর্জেন্টিনার দ্বিতীয় সফর ভারতে। শেষবার ২০১১ সালে সল্টলেক স্টেডিয়ামে মেসির জাদু দেখেছিল কলকাতা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: ভারতের মাটিতে ফের দেখা যাবে লিওনেল মেসিকে(Lionel Messi)। শনিবার (২৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আর্জেন্টিনা(Argentina) ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী, নভেম্বর ১০ থেকে ১৮ তারিখের মধ্যে কেরালায়(Kerala) একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এটি হবে প্রায় দেড় দশক পর আর্জেন্টিনার দ্বিতীয় সফর ভারতে। শেষবার ২০১১ সালে সল্টলেক স্টেডিয়ামে মেসির জাদু দেখেছিল কলকাতা। সেদিন ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিলেন মেসি,এক মাত্র যেখানে ৭০ হাজার দর্শক তাঁর প্রতিটি টাচে মুগ্ধ হয়েছিল। নিকোলাস ওটামেন্ডির গোলের অ্যাসিস্টও করেছিলেন মেসি। সেই স্মৃতি এখনও কলকাতা বাসীর চোখেভাসে ।
কেরল সরকার বহুদিন ধরেই চেষ্টা করছিল আর্জেন্টিনাকে ভারতে আনার জন্য। যদিও এতদিন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি।তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে AFA জানিয়েছে, নভেম্বর উইন্ডোতে কেরালায় একটি ম্যাচ খেলার পাশাপাশি আর্জেন্টিনা খেলবে অ্যাঙ্গোলার লুয়ান্ডাতেও। যদিও প্রতিপক্ষের নাম এখনো ঘোষণা হয়নি।
Also read: Lionel Messi: ডিসেম্বরের শহরে Messi ম্যাজিক! কী কী আয়োজন লিওর জন্য?
শুধু কেরালাই নয়, মেসি ও তার সতীর্থরা ভারতের একাধিক শহরে ভ্রমণ করতে পারেন বলেও শোনা যাচ্ছে। কলকাতা, মুম্বই, আমেদাবাদ এবং দিল্লিতে নিজের’ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ আয়োজন কেবল কেরালাতেই নিশ্চিত করেছে AFA।
বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (MLS) ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি। চলতি মরশুমে ইতিমধ্যে তিনি হয়ে উঠেছেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক অ্যাসিস্ট । এর ফলেমেকার। ফুটবল ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছেন তিনি, তিনটি আলাদা ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস্ট মেকার হিসেবে নাম লিখিয়েছেন তিনি।