অসুস্থতার কারণে দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন শুভমন গিল, এশিয়া কাপে কী খেলবেন শুভমন?
ভারতের তরুণ ক্রিকেট শুভমন গিলকে( Shubman Gill) ঘিরে ভক্তদের প্রত্যাশা সবসময়ই তুঙ্গে থাকে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৫: ভারতের তরুণ ক্রিকেট শুভমন গিলকে( Shubman Gill) ঘিরে ভক্তদের প্রত্যাশা সবসময়ই তুঙ্গে থাকে। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অসুস্থতার কারণে তিনি বেঙ্গালুরুতে শুরু হতে চলা দলীপ ট্রফিতে(Duleep Trophy) (২৮ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর) নামতে পারবেন না। নর্থ জোনের অধিনায়ক হিসেবে গিলের নাম ঘোষিত হয়েছিল কিছু দিন আগে । কিন্তু এবার নিশ্চিতভাবে তাঁকে দেখা যাবে না এই প্রতিযোগিতায়।
আসলে এশিয়া কাপই এখন গিলের প্রধান লক্ষ্য। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্ট। ভারতের হয়ে টি–টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাওয়ার পাশাপাশি ভাইস–ক্যাপ্টেনের দায়িত্বও কাঁধে এসেছে তাঁর। সেই কারণে, ফিট থাকলেও পুরো দলীপ ট্রফি খেলার সুযোগ থাকত না। কেবল প্রথম ম্যাচে অংশগ্রহণের সম্ভাবনা ছিল।
নর্থ জোনের প্রথম প্রতিপক্ষ ইস্ট জোন। ম্যাচটি হবে বেঙ্গালুরুর BCCI সেন্টার অফ এক্সেলেন্স গ্রাউন্ডে। এই লড়াই দিয়েই শুরু হবে তাদের অভিযান। গিলের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা হলেও, দলের প্রস্তুতিতে খুব একটা সমস্যা হয়নি। নির্বাচকরা আগেই শুবম রোহিল্লাকে গিলের রিপ্লেসমেন্ট হিসেবে রেখেছিলেন। পাশাপাশি ভাইস–ক্যাপ্টেন অঙ্কিত কুমার এবার নেতৃত্বে দেবেন। তরুণ এই ক্রিকেটার দলের আত্মবিশ্বাস ধরে রাখতে পারবেন কিনা, সেটাই দেখার।
ইংল্যান্ড সফরে দুর্দান্ত ছন্দে ছিলেন গিল। অ্যান্ডারসন–তেন্ডুলকর ট্রফিতে পাঁচ টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৫৪ রান। এত রান করার ফলে তিনি হয়ে ওঠেন দলের ভরসার প্রতীক। স্বাভাবিকভাবেই এশিয়া কাপে তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে ভারত। তবে জাতীয় দলের দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ায় এবার ঘরোয়া ক্রিকেটে তাঁকে পাওয়া যাচ্ছে না। তবে শুভমনের অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
গিলের না থাকা নর্থ জোনকে কিছুটা পিছিয়ে দেবে ঠিকই, কিন্তু এটাই সুযোগ তরুণ ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার। বিশেষ করে অঙ্কিত কুমারের কাছে এটা বড় পরীক্ষা। অধিনায়ক হিসেবে তিনি কেমনভাবে দল সামলান, তার উপরই অনেক কিছু নির্ভর করবে। অন্যদিকে, রোহিল্লা ও বাকিদের জন্যও এটিই সেরা প্ল্যাটফর্ম জাতীয় দলে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করার।