দেশ বিভাগে ফিরে যান

পুজোর মরশুমে ২০০টি বিশেষ ট্রেন চালাবে রেল

October 2, 2020 | 2 min read

উৎসবের মরশুমে প্রায় ২০০টি বিশেষ ট্রেন চালাতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। আগামী ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর সময়কালে ওই বিশেষ ট্রেনগুলি চা‌লানোর পরিকল্পনার কথা জানিয়েছে তারা। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও ভিকে প্রসাদ সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘আপাতত ২০০টি ট্রেনের পরিকল্পনা করা হয়েছে। কিন্তু এটা আনুমানিক। সংখ্যা পরে আরও বাড়তে পারে।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা বিভিন্ন অঞ্চলের জেনারেল ম্যানেজারদের সঙ্গে বৈঠক করেছি। তাঁদের নির্দেশ দিয়েছি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ওই সব অঞ্চলের করোনা সংক্রমণের পরিস্থিতিটা বুঝে নিতে। সব রিপোর্ট পেলে আমরা সিদ্ধান্ত নেব মোট ক’টি বিশেষ ট্রেন চালানো হবে।’’

ট্রেন চালানোর ক্ষেত্রে দৈনিক যে বিষয়গুলিতে নজরে রেখেছে রেল তার অন্যতম হল কোনও অঞ্চলের ট্রেনের চাহিদা এবং সেখানকার করোনা পরিস্থিতি। ভিকে প্রসাদ আরও জানাচ্ছেন, ‘‘আমরা ক্লোন ট্রেনের ব্যবস্থা করেছি। প্রতিদিন একটি সফটওয়্যারের সাহায্যে তথ্য বিশ্লেষণ করে আমরা বুঝে নিই কোন কোন অঞ্চল দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে। সেই সব অঞ্চলে যাতে ক্লোন ট্রেন চা‌লানো যায় সেদিকে লক্ষ রেখেছি আমরা।’’

তিনি আরও জানাচ্ছেন, ‘‘আমরা এই সিদ্ধান্তও নিয়েছি যে ক্লোন ট্রেন ভরতি হয়ে গেলে আমরা ওই এলাকায় আরও একটা ক্লোন ট্রেন চালাব। কোনও যাত্রীকে যাতে অপেক্ষা করে থাকতে না হয় সেটা নিশ্চিত করছি আমরা।’’

উল্লেখ্য, ২২ মার্চ থেকে গোটা দেশে বন্ধ নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল। এখনও পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য সেই পরিষেবা বন্ধ রয়েছে রেল। ১২ মে থেকে দিল্লি ও দেশের বিভিন্ন অঞ্চলকে যুক্ত করতে ১৫ জোড়া রাজধানী স্পেশাল ট্রেন চালানো শুরু হয়। পরে ১ জুন থেকে ১০০ জোড়া দূরপাল্লার ট্রেন চালানো শুরু করে রেল। গত ১২ সেপ্টেম্বর থেকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে আরও ৮০টি ট্রেনকে। তবে দেশজুড়ে লোকাল ট্রেন পরিষেবা এখনও চালু হয়নি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Railways

আরো দেখুন