রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যপালকে ‘নৈ-রাজ্যপাল’ বলে কটাক্ষ ব্রাত্য বসুর

October 2, 2020 | < 1 min read

ফের বাংলার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে আজ গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার পরে রাজ্যপাল জানান রাজভবনের সঙ্গে দূরত্ব তৈরি করা হয়েছে। এ রাজ্যে সরকারি আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। এরপরই, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি জগদীপ ধনখড়কে ‘নৈ-রাজ্যপাল’ বলে কাটক্ষ করেছেন।

ব্রাত্য বলেন, “উনি অকারণেই বাংলার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে চাইছেন। সবসময়েই উনি সরকারের কাজের সমালোচনা করেন। উনি তো রাজ্যপাল নয়, উনি নৈরাজ্যপাল”

প্রসঙ্গত এর আগেও রাজ্যপাল বাংলার নামে একাধিকবার বেশ কিছু অবমাননাকর কথা বলেছিলেন। রাজ্যের তরফে আলোচনার বার্তা দেওয়া হলেও তিনি তার সমস্যা মেটাননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Bratya Basu

আরো দেখুন