ECI: বাংলায় বাড়তে পারে ১৪ হাজার বুথ, সর্বদলীয় বৈঠকের পর সিদ্ধান্ত
বিরোধী দলগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জের সৃষ্টি করবে, কারণ তাদেরকেও প্রতিটি বুথের জন্য অতিরিক্ত এজেন্ট (Polling Agent) নিযুক্ত করতে হবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৪০: বাংলায় আগামী বিধানসভা নির্বাচনকে (Vidhan Sabha Election) সামনে রেখে ভোটারদের সুবিধার জন্য নির্বাচনী বুথের (Booth) সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকের (CEO) তরফে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে ৮০,৬৮১টি বুথ আছে, সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯৪,৪৯৭-এ। অর্থাৎ, রাজ্যে প্রায় ১৩,৮৫৩টি নতুন বুথ যুক্ত করা হবে।
২৯শে অগাষ্ট একটি সর্বদলীয় বৈঠকের পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু নতুন বুথ যোগই নয়, এর পাশাপাশি ১,২৫৩টি বুথকে পুনর্বিন্যাস (reorganise) এবং ৭০৩টি বুথকে স্থানান্তরিত (shift) করা হবে। এছাড়াও, ৩৭টি বুথ বাতিল (abolish) হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এখন থেকে কোনো বুথেই ১,২০০-র বেশি ভোটার (voters) থাকতে পারবে না। এই নিয়ম মেনেই বুথ সংখ্যা বাড়ানো হচ্ছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলায়। এই তিন জেলাতেই এক হাজারেরও বেশি করে নতুন বুথ যুক্ত হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় যুক্ত হবে ১,৫৫১টি, উত্তর ২৪ পরগনায় ১,৩৯৬টি এবং মুর্শিদাবাদে ১,২৫১টি নতুন বুথ।, কলকাতার উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট যুক্ত হবে মাত্র ২৬টি বুথ, কালিম্পং জেলায় বাড়বে সবচেয়ে কম, মাত্র ১৬টি।
বুথ সংখ্যা বৃদ্ধির এই সিদ্ধান্ত বিরোধী দলগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জের সৃষ্টি করবে, কারণ তাদেরকেও প্রতিটি বুথের জন্য অতিরিক্ত এজেন্ট (Polling Agent) নিযুক্ত করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বুথ স্তরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তির সাথে পাল্লা দিয়ে এত বেশি সংখ্যক এজেন্ট জোগাড় করা BJP, CPI(M) বা কংগ্রেসের পক্ষে কঠিন হবে। ২৯শে অগাষ্টের বৈঠকে সকল দলের মতামত শোনার পরই চূড়ান্তভাবে ঠিক হবে বুথের সংখ্যা।