DRDO: ডিআরডিওর সাফল্য, পরীক্ষিত হল ভারতের ইন্টিগ্রেটেড বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা

August 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৪: ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র (Defence Research and Development Organisation) গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে সংস্থাটির ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওভেপণ সিস্টেমের (IADWS) প্রথম সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন হয়েছে। ওড়িশার উপকূল থেকে এই পরীক্ষাটি সফলভাবে করা হয়।

২৩শে অগাষ্ট, বেলা সাড়ে বারোটা নাগাদ এই ঐতিহাসিক পরীক্ষাটি করা হয়। এই IADWS একটি মাল্টি-লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি সম্পূর্ণভাবে স্বদেশে তৈরি তিনটি অস্ত্র নিয়ে গঠিত: কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল (QRSAM), এডভান্সড ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (VSHORADS) এবং একটি হাই-পাওয়ার লেজার-ভিত্তিক ডিরেক্টেড এনার্জি ওয়েপন (DEW) বা শক্তিশালী লেজার অস্ত্র।

এই ফ্লাইট টেস্টের সময় একসাথে তিনটি ভিন্ন ধরনের টার্গেট বা লক্ষ্যবস্তুকে শনাক্ত করে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। এগুলোর মধ্যে ছিল দুটি হাই-স্পিড ফিক্সড-উইং UAV (Unmanned Aerial Vehicle) এবং একটি মাল্টি-কপ্টার ড্রোন। QRSAM, VSHORADS এবং HELWS ভিন্ন-ভিন্ন রেঞ্জ ও উচ্চতা থেকে এই লক্ষ্যগুলোকে নিখুঁতভাবে নিশানা করে।

এই জটিল পরীক্ষায় মিসাইল সিস্টেম, ড্রোন শনাক্তকরণ ও ধ্বংস করার সিস্টেম, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, যোগাযোগ ব্যবস্থা এবং রাডার – সবকিছুই নিখুঁতভাবে কাজ করেছে।

এই পরীক্ষা DRDO-র জ্যেষ্ঠ বৈজ্ঞানিকদের এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতেই হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen