Anil Ambani: অনীল আম্বানিকে ‘ফ্রড’ তালিকাভুক্ত করল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: রিলায়েন্স কমিউনিকেশন্স (Reliance Communications) প্রধান অনীল আম্বানিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) পর এবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India) ‘ফ্রড’ হিসেবে চিহ্নিত করেছে। একটি রেগুলেটরি ফাইলিংয়ে এই তথ্য জানা গিয়েছে। কোম্পানির প্রাক্তন সিইও অনীল আম্বানিকেও ফ্রডের তালিকায় রাখা হয়েছে, ২০১৬ সালে তহবিল অপচয়ের অভিযোগে।
এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে RCom-এর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ব্যাঙ্কের এই অভিযোগ দশ বছরেরও বেশি পুরনো। সেই সময় অনীল আম্বানি ছিলেন একজন ‘নন-এক্সিকিউটিভ ডিরেক্টর’, যার দৈনন্দিন পরিচালনায় কোনো ভূমিকা ছিল না। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, SBI ইতিমধ্যেই অন্য পাঁচজন ‘নন-এক্সিকিউটিভ ডিরেক্টর’-এর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু কেবলমাত্র আম্বানিকে আলাদাভাবে টার্গেট করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, সরকারি মালিকানাধীন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০১৬ সালের অগাষ্ট মাসে RCom-কে ৭০০ কোটি টাকা ঋণ দিয়েছিল। এই ঋণের উদ্দেশ্য ছিল কার্যক্রম চালানো এবং আগের ঋণ পরিশোধ করা। ব্যাঙ্কের চিঠি অনুসারে, প্রদত্ত অর্থের অর্ধেকই একটি ‘ফিক্সড ডিপজিট’-এ বিনিয়োগ করা হয়, যা ঋণ অনুমোদনের শর্তাবলী লঙ্ঘন করেছিল।
RCom-এর স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে প্রকাশ করা হয়েছে যে, গত ২২শে অগাষ্ট তারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে একটি চিঠি পেয়েছে। সেই চিঠিতে কোম্পানির ঋণের হিসেবে, অনীল ধীরাজলাল আম্বানি (প্রমোটার ও প্রাক্তন পরিচালক) এবং মঞ্জরি অশোক কাক্কারের (প্রাক্তন পরিচালক) নাম ‘ফ্রড’ হিসাবে শ্রেণিবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, জুন মাসে SBI একই রকম ব্যবস্থা নিয়েছিল, ব্যাঙ্ক ফান্ডের অপব্যবহারের অভিযোগ এনে। SBI-এর অভিযোগের পর, CBI শনিবার রিলায়েন্স কমিউনিকেশন্স এবং অনীল আম্বানির বাসভবনে তল্লাশি চালায়। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, RCom-এর ঋণ ২০১৭ সালের ৩০শে জুন NPA বা খারাপ ঋণে পরিণত হয়, যার পরিমাণ ছিল ৭২৪.৭৮ কোটি টাকা।