আগামী সপ্তাহে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী, কী কী কর্মসূচি থাকতে পারে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.১৭: আগামী সপ্তাহে ফের জেলা সফর রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ আগস্ট, মঙ্গলবার বর্ধমানে যাবেন
মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ও পশ্চিম বর্ধমানের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে।
দুই বর্ধমানের আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি ও অন্যান্য কর্মাধ্যক্ষদের ডাকা হতে পারে। ২৬ আগস্ট সরাসরি পাট্টা বিলি করতে পারেন তিনি। দুই জেলার সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে সুবিধাও তুলে দেবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে রাস্তা সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করতে পারেন।
ইতিমধ্যেই জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস সহ অন্যান্য আধিকারিকরা মিউনিসিপ্যাল স্কুলের মাঠ পরিদর্শন করেছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভার জন্য বর্ধমানে পুলিশ লাইনের মাঠ ও বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠ বাছা হয়। শেষ পর্যন্ত বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠটিকেই বাছা হয়েছে। সভা শেষে মুখ্যমন্ত্রী জিটি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত ভাষা মিছিল করতে পারেন।