‘ভাল দামে তেল পেলেই কিনবে ভারত’, মস্কোয় দাবি দেশের রাষ্ট্রদূত বিনয় কুমারের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০৩: রাশিয়া থেকে ভারতের জ্বালানি ক্রয়কে কেন্দ্র করে বেজায় ক্ষেপে ভারতীয় পণ্যের উপর শুল্কের বোঝা চাপিয়েছেন ট্রাম্প। নয়া দিল্লিও রাশিয়া থেকে তেল কেনা কমায়নি। এবার সাফ বলা হল, রাশিয়া ছাড়াও যেখান থেকে সবচেয়ে ভাল দামে তেল পাবে, ভারত সেখান থেকেই কিনবে। রবিবার এমনই জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার। তাঁর বক্তব্য, দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
রুশ সরকারি সংবাদমাধ্যম তাস-কে দেওয়া সাক্ষাৎকারে বিনয় কুমার বলেন, “পুরোপুরি বাণিজ্যিক কারণে ভারতের তেল কেনাবেচা হয়। ভারতীয় সংস্থাগুলি যেখান থেকে ভাল দামে তেল পাবে, সেখান থেকে কিনবে। আমাদের উদ্দেশ্য ১৪০ কোটি মানুষের জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা। রাশিয়া-সহ বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতেও সাহায্য করেছে।”
ওয়াশিংটনের দাবি ছিল, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থ জোগাচ্ছে নয়া দিল্লি। শুরু থেকেই ভারত এই অভিযোগ অস্বীকার করে এসেছে। মার্কিন সিদ্ধান্তকে ‘অন্যায্য, অবিচারসুলভ এবং অযৌক্তিক’ বলেছেন বিনয় কুমার। তিনি বলেন, “দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যা যা পদক্ষেপ করা দরকার, ভারত সরকার তাই করবে।”
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করেছে। প্রায় ৫০ শতাংশ শুল্ক (Tariff) চাপানো হয়েছে। রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনার জন্য বাড়তি ২৫ শতাংশ কর ধার্য করা হয়েছে। রাষ্ট্রদূত সাফ জানিয়েছেন, “ভারত কেবল রাশিয়ার সঙ্গেই নয়, আরও নানা দেশের সঙ্গেই এইভাবে লেনদেন করে থাকে। এমনকী আমেরিকা এবং ইউরোপের দেশগুলিও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে।”