রাজ্য বিভাগে ফিরে যান

করোনামুক্ত আসানসোলের মেয়র পুজো দিলেন তারাপীঠে

October 2, 2020 | < 1 min read

করোনামুক্ত হতেই বৃহস্পতিবার তারাপীঠে মা তারার কাছে সস্ত্রীক পুজো দিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। মন্দিরে তাঁকে স্বাগত জানান টিআরডিএর চেয়ারম্যান তথা কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। পরে তারাপীঠে একটি যজ্ঞেও অংশ নেন জিতেন্দ্রবাবু।

মেয়র বলেন, তারা মায়ের কাছে পুজো দেওয়ার উদ্দেশে বুধবার রাতেই তারাপীঠে চলে এসেছিলাম। আমি ও আমার স্ত্রী দু’জনেই করোনা আক্রান্ত হয়ে কলকাতায় একটি হাসপাতালে ভর্তি ছিলাম। সেই সময় অনেকেই সুস্থতা কামনায় তারামায়ের কাছে পুজো দেওয়ার কথা বলেছিলেন। তাই সুস্থ হয়ে মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিলাম। এদিন দুপুরে মায়ের ভোগ খাওয়ার পর তিনি ফিরে যান।

কৃষিমন্ত্রী বলেন, জিতেন্দ্রবাবু যখন করোনা আক্রান্ত হয়েছিলেন তখন আমি সুস্থতা কামনায় ওঁর নামে তারাপীঠে পুজো দিয়েছিলাম। সুস্থ হয়ে এদিন তিনি পরিবার নিয়ে মায়ের দর্শন করে পুজো ও যজ্ঞ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#tarapith temple, #bjp leader

আরো দেখুন