মা হচ্ছেন পরিণীতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুখবর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২০: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা(Raghav Chadha) তাঁদের জীবনের সবচেয়ে বড় সুখবর ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। সেই পোস্টে ছিল একটি মন ভালো করা ভিডিও, যেখানে দু’জনকে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল “Our little universe on its way. Blessed beyond measure”। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং শুভেচ্ছার বন্যায় ভেসে যায় তাঁদের টাইমলাইন।
এই ঘোষণা আসে এমন সময়ে, যখন কয়েক সপ্তাহ আগেই ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে তাঁদের নিয়ে সন্তানের প্রসঙ্গে রসিকতা করা হয়েছিল। সেদিন মুচকি হাসি আর হালকা মজা করে তাঁরা বলেছিলেন, “শীঘ্রই ভালো খবর দেব।” সেই ইঙ্গিতই যেন রূপ পেল আজকে।
সোশ্যাল মিডিয়ায় তাঁদের পোস্টে প্রথম সারির সেলিব্রিটিরাও শুভেচ্ছা জানাতে ভিড় জমালেন। সোনম কাপুর, ভূমি পেডনেকর, হুমা কুরেশি থেকে শুরু করে নেহা ধুপিয়া সকলের শুভেচ্ছায় ভরেযায় তাদের টাইমলাইন। বলিউডের পাশাপাশি রাজনৈতিক মহলেও তাঁদের জন্য আনন্দ প্রকাশ পেয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে এক জমকালো অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। সিনেমা দুনিয়া থেকে রাজনীতির বড় নাম দুই ক্ষেত্রের প্রিয়জনেরা উপস্থিত ছিলেন সেই বিয়েতে।
এবার আসছে নতুন অধ্যায়। ভক্তরা যাঁরা এতদিন অভিনেত্রী পরিণীতির পর্দার সাফল্য কিংবা রাঘবের রাজনৈতিক যাত্রা নজরে রেখেছেন, তাঁদের কাছে এই খুশির খবর যেন এক ব্যক্তিগত আনন্দ ভাগ করে নেওয়ার মতো।
View this post on Instagram