মহারাষ্ট্র পুলিশের অত্যাচারের জের, প্রয়াত বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডল

August 25, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৫: মারা গেলেন বাংলার আরও এক পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডল। অভিযোগ, মহারাষ্ট্র পুলিশের অত্যাচারের জেরেই তাঁর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র পুলিশের অত্যাচারে বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হলেও শেষ রক্ষা হল না। আজ, সোমবার মারা গেলেন উত্তর ২৪ পরগনার হাবড়ার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডল।

বাংলা বলার অপরাধে উদ্দেশপ্রণোদিতভাবে বাংলার শ্রমিকদের উপর মহারাষ্ট্রের (Maharashtra) বিজেপি সরকার কতটা অত্যাচার চালিয়েছে, তা মৃত্যুর আগে সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে ছিলেন গোলাম। মহারাষ্ট্রের মুম্বাইয়ে মিরা রোড গার্ডেন এলাকায় কাজ করতেন গোলাম মন্ডল। উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা অনেক বছর ধরেই শ্রমিক ছিলেন মুম্বইতে। চলতি বছর ইদের পরদিন যে এলাকায় গোলামের বসতি ছিল, সেখান থেকে ৪০০ জন বাঙালি পরিযায়ী শ্রমিককে তুলে নিয়ে যায় মহারাষ্ট্র পুলিশ। দিনরাত রোদ-বৃষ্টি-জলে মাঠের মধ্যে খোলা আকাশের নিচে তাঁকে বসিয়ে রাখে। বসিয়ে রাখে আরও ৪০০ বাংলার শ্রমিককে।

বাংলার প্রশাসনের হস্তক্ষেপে মহারাষ্ট্র থেকে কোনওমতে প্রাণ নিয়ে বাংলায় ফিরে আসেন গোলাম মন্ডল। তারপর এক সামাজিক সংগঠনের সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, তিন দিন তিন রাত শুধুমাত্র ভাত খেতে দিয়ে মাঠের বিভিন্ন প্রান্তে ছোট ছোট দল করে বসিয়ে রেখেছিল মহারাষ্ট্র পুলিশ। চতুর্থ দিন জানানো হয়েছিল পরের দিন ছাড়া হবে। শ্রমিকদের সকলেরই দেশের নাগরিকত্বের বৈধ কাগজপত্র ছিল। গোলাম মন্ডল জানিয়েছিলেন, মহারাষ্ট্র পুলিশ হুমকি দিয়েছিল, তোমরা দিদির এলাকার লোক। দিদির এলাকায় ডালভাত খাও। এখানে থাকলে আজ ছাড়ছি, পরে আবার ধরে আনব।

চার দিনের পুলিশি অত্যাচারের পর বাংলায় ফিরেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল গোলামকে। ৭-৮ দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরলেও, চিকিৎসা চলছিল। সোমবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen